ব্লগার অ্যাকাউন্ট কিভাবে খুলবো?- ব্লগ তৈরির পদ্ধতি

 

ব্লগার একাউন্ট কিভাবে খুলবো বা ফ্রিতে ব্লগ সাইট খোলা?, এই প্রশ্ন অনেকেরই। ফ্রিতে ওয়েবসাইট খোলা, ব্লগার.কম এর থেকে সহজ আর কিছু নেই।
ব্লগার-অ্যাকাউন্ট-কিভাবে-খুলবো?-ব্লগ-তৈরির-পদ্ধতিব্লগিং করে আপনি প্রতিমাসে লক্ষাধিক টাকা ইনকাম করে ব্লগিংয়ে নিজের একটি সুন্দর ক্যারিয়ার গড়ে তুলতে পারবেন। তবে দেরি কীসে? চলুন কথা না বাড়িয়ে জেনে নেই কিভাবে আপনি একটি ব্লগার অ্যাকাউন্ট খুলবেন।

পেজ সূচিপত্রঃ ব্লগার অ্যাকাউন্ট কিভাবে খুলবো?- ব্লগ তৈরির পদ্ধতি

ব্লগার কি ও কাজ কি

ব্লগার হচ্ছে একটি ফ্রি অনলাইন ওয়েব ভিত্তিক প্লাটফর্ম যা গুগল দ্বারা পরিচালিত হয়। ব্লগার রা আসলে কাজ করে লেখালেখি নিয়ে। যেমন ফ্যাশন, লাইফস্টাইল, প্রযুক্তি, ভ্রমণ ইত্যাদি। ব্লগার থেকে ফ্রি তে যে কেউ ব্যাক্তিগত অথবা ব্যবসায়িক উদ্দেশ্যে ব্লগ পোষ্ট করতে পারেন। বিভিন্ন ক্যাটাগরী তৈরী করে নিজের মনের কথা গুলা ওয়েবসাইটে প্রকাশ করে টাকা ইনকাম করার নাম ই ব্লগ।

আর এই ব্লগ লেখার প্লাটফর্ম ই ব্লগার। ব্লগার ছাড়াও আরো অনলাইন ফ্রিল্যাংসিং প্লাটফর্ম আছে অনলাইনে কিন্তু ব্লগার বেশি বিখ্যাত। এর কিছু কারণ আছে। ব্লগার মূলত গুগল এর দ্বারা পরিচালিত একটি প্লাটফর্ম, আস্থার জায়গা টা নিয়ে তাই আর কথা বলা লাগবেনা। এছাড়াও ব্লগার একদম ফ্রি। এখানে একাউন্ট খুলতেও টাকা লাগে না।

আবার ব্লগার পোস্ট করতেও কোনো প্রকার খরচ করা লাগে না। তাই বলা যাই সকলেই ব্লগার এর প্রতি আকর্ষিত হচ্ছে। আপনি যদি ভেবে থাকেন একজন ব্লগার হিসেবে ফ্রিলান্সিং জগতে আসবেন তবে আর দেরি নয়, এখনি খুলে ফেলুন একটি ব্লগার একাউন্ট। আর নিজেকে একজন সফল ফ্রিলান্সার হিসেবে নিজেকে সকলের সামনে তুলে ধরুন। 

ব্লগারে একাউন্ট খুলতে  যা কিছু প্রয়োজন

ব্লগারে একাউন্ট খুলতে তেমন কিছুই দরকার হয়না। হাতে থাকা স্মার্টফোন টাই যথেস্ট। আর আমাদের একটা জিমেইল একাউন্ট দরকার। এই দুইটা জিনিস থাকলেই আমাদের ব্লগার একাউন্ট তৈরী করা সম্ভব। তাইলে বলা যাই যা যা প্রয়োজন-
  1. ইন্টারনেট সংযোগ: ব্লগার এ এক্সেস করার জন্য এবং ব্লগার পোস্ট করার জন্য ইন্টারনেট সংযোগ দরকার।
  2. জিমেইল একাউন্ট: ব্লগার যেহেতু একটি গুগল এর ই সার্ভিস তাই আপনার জিমেইল একাউন্ট থাকতে হবে।
  3. স্মার্টফোন / কম্পিউটার: ব্লগার জনিত সকল কাজ করার জন্য আপনার এইটা কম্পোনেন্ট গুলা মৌলিক চাহিদা।
  4. ব্রাউজার: গুগল ক্রোম, মজিলা ফায়ারফক্স, বা যেকোন আধুনিক সফটওয়্যার ব্যবহার করে ব্লগার ব্যবহার করতে পারবেন।

ব্লগার অ্যাকাউন্ট যেভাবে একাউন্ট খুলবেন

১. প্রথমে আপনার পছন্দমতো ব্রাউজার ওপেন করুন। তারপর সার্চ করুন www.blogger.com । ব্লগার একাউন্ট খুলতে প্রথমে ব্লগার ওয়েবসাইটে যেয়ে তারপর আপনার গুগল একাউন্ট টিতে লগইন করুন। তারপর নিম্নের চিত্রের মতো একটি পেজ আসবে। সেখানে লিখা থাকবে create your blog । তারপর create your blog বাটনে ক্লিক করুন। 
ব্লগার-অ্যাকাউন্ট-কিভাবে-খুলবো?-ব্লগ-তৈরির-পদ্ধতি
২. Create your blog বাটনে ক্লিক করার পর আপনার কাছে জিমেইল চাওয়া হবে। জিমেইল টি সিলেক্ট করা হলে আপনার মোটামোটি কাজ শেষ। এর পর আপনার কাছে ব্লগার একাউন্ট এর নাম চাওয়া হবে এবং ব্লগার একাউন্টের ব্লগস্পট নাম চাওয়া হবে। আপনার পছন্দ মতো একাউন্টের ব্লগস্পট নাম দিবেন। নিম্নে এর স্ক্রিনশট দেখানো হলো।
ব্লগার-অ্যাকাউন্ট-কিভাবে-খুলবো?-ব্লগ-তৈরির-পদ্ধতি
৩. এইভাবে করলেই মোটামোটি কাজ শেষ। টাইটেল সিলেক্ট করলেই আপনার ব্লগার একাউন্ট তৈরী হয়ে যাবে। এবার আপনি আপনার মতো করে আপনার একাউন্টটি সাজান। নতুন থিম কাস্টমাইজ করুন। সেটিংস ও লেআউট চেঞ্জ আপনার প্রয়োজন মোতাবেক গুছান। তারপর একাউন্ট টাইটেল নির্ধারণ করে শুরু করে দেন ব্লগ লিখা। 

ব্লগার অ্যাকাউন্ট খুলতে একাউন্ট টাইটেল নির্ধারণ

টাইটেল নির্ধারণ করা অর্থাৎ আপনার ব্লগ এর যে নাম প্রদর্শন করবে সেটা। সাধারণ ভাষায় আপনার একটি পছন্দের নাম সেট করতে হবে। আপনাকে এমন একটি নাম সেট করতে হবে যা সবার বোধগম্য হয়। ছবিটি দেখলে আপনার বুঝতে সুবিধা হবে। তারপর Namecheap ওয়েবসাইটে গিয়ে আপনার পছন্দের নামটি ক্রয় করুন। 
ব্লগার-অ্যাকাউন্ট-কিভাবে-খুলবো?-ব্লগ-তৈরির-পদ্ধতি

কিভাবে ব্লগ লেখার শুরু করবেন

আপনার একাউন্ট তৈরী হয়ে গেছে। এখন আপনি আপনার পছন্দ মতো ব্লগ লিখতে পারেন। লেখালেখি করতে পারবেন। অনেক টপিক রয়েছে যেমন লাইফস্টাইল, ভ্রমণ, ফ্যাশন ইত্যাদি। New Post এ ক্লিক করে পোস্ট লিখা শুরু করি। Title এর বক্স এ আপনার পোস্ট এর একটা টাইটেল দিন এবং ব্লাঙ্ক বক্স এ আপনার পোস্ট লেখা শুরু করুন।

ব্লগিং করে ইনকাম কেমন

ব্লগিং করে প্রতি মাসে লক্ষ টাকা ও ইনকাম করা যাই। ব্লগিং হচ্ছে এখনকার সব থেকে সহজ এবং ট্রেনডিং ফ্রিলান্সিইং সেক্টর। এই সেক্টরে ইনকাম যেমন বেশি কাজ ও তেমন কম। আর এই সেক্টরে কাজের তেমন কোনো স্কিল লাগেনা। নিজের মনের মতামত প্রকাশ করাই মূলত এর কাজ। তাই আপনি নির্ভয়ে ব্লগিং শুরু করতে পারবেন।

ব্লগ লেখালেখি করে ঘরে বসেই যদি ইনকাম করা যাই তাইলে এর থেকে আরামের কাজ আর কি হতে পারে। প্রতি মাসে ১৫-২০ হাজার টাকা ইনকাম করার সব থেকে সহজ উপায় এই ব্লগিং । ব্লগ পোস্ট করে নিজের ওয়েবসাইট গুগল এর টপ লিস্ট এ থাকলে সেখান থেকে ইনকাম করা যায়। এভাবে ব্লগ করে ইনকাম করা যায়।

ব্লগার অ্যাকাউন্ট নিয়ে শেষ কথা 

ব্লগিং হচ্ছে এখনকার যুগে ফ্রিল্যানসিং জগতের অন্যতম প্রধান সেক্টর। ব্লগ করে মোবাইল দিয়েই ফ্রিল্যানসিং করা যাই। ব্লগ করার জন্য ব্লগার এ একাউন্ট থাকা দরকার। যা তৈরী করা খুবই সহজ। তাই আমরা দেরি না করে ব্লগার এ একাউন্ট করে ব্লগার পোস্ট শুরু করি এবং বেকারত্ব থেকে মুক্তি নিয়ে ইনকাম শুরু করি। 

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

মাই আর্টিকেল কুইল এর নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url