আর্টিকেল লিখে আয় করার ট্রিকস | ১০-১৫ হাজার টাকা আয়
আর্টিকেল লিখে আয় করার কিছু ট্রিকস নিয়ে আজকে আমার এই আর্টিকেলটি সাজানো। যারা ঘরে বসে রোজগার করতে চান তাঁদের আজকে আমাকে ধন্যবাদ দিতেই হবে।
এই পোস্টে যা যা থাকছেঃ
- আর্টিকেল রাইটিং কি
- আর্টিকেল রাইটিং কিভাবে করে
- আর্টিকেল লিখে কিভাবে ইনকাম করতে হয়
- কিভাবে বাংলায় আর্টিকেল লিখতে হয়
- বাংলায় আর্টিকেল লিখে আয়
- কোথায় আর্টিকেল লিখতে হয়
- আর্টিকেল লিখে মাসে কত টাকা ইনকাম করা যায়
- বাংলায় আর্টিকেল লিখতে কি কি প্রয়োজন
- কারা কারা আর্টিকেল লিখতে পারবে
- শেষ কথা
আর্টিকেল রাইটিং কি
আর্টিকেল রাইটিং হলো কোনো নির্দিষ্ট বিষয় এর ওপর তথ্যবহুল, বিনোদনমূলক, খেলাধুলা বিষয়ক লেখা তৈরী করা।ফ্রীল্যানসিং এর একটি জনপ্রিয় সেক্টর আর্টিকেল বা কনটেন্ট রাইটিং। এটি আসলে যেকোনো টপিকএর ওপর অনলাইনে লেখালেখি করা। এই কাজ করেই ৩-৪ মাস এর মধ্যেই ১০০$-২০০$ ইনকাম করে ফেলা সম্ভব। বেশিভাগ স্টুডেন্টরা তাঁদের পড়াশুনার পাশাপাশি ফ্রীল্যানসিং করে থাকে।
- মূলত যারা ফ্রীল্যানসিং এর কাজ শুরু করতে চাই তারা আর্টিকেল রাইটিং থেকে শুরু করে। আর্টিকেল রাইটিং এর জন্য খুব একটা বেশ সময় দিতে হয় না ফলে এই কাজ করার ঝোক বেশি।
আর্টিকেল রাইটিং কিভাবে করে
আর্টিকেল রাইটিং একটি ফ্রীল্যানসিং সেক্টর যার মাধ্যমে আর্টিকেল লিখে টাকা-পয়সা, বিদেশী ডলার ইনকাম করা যাই। বিদেশি ওয়েবসাইটে লেখক ও লেখকের লেখার মানের উপর ভিত্তি করে ডলার দিয়ে থাকে তবে সে জন্যে লেখককে ইংরেজিতে পারদর্শী হওয়া প্রয়োজন। আর্টিকেল লিখার জন্য আপনাকে প্রথমে একটু গবেষণা করতে হবে। অন্যের আর্টিকেল গুলি পড়া লাগবে। তাহলে আপনি একটি ধারণা পাবেন। ভালো আর্টিকেল লেখার মূল মন্ত্রই হচ্ছে প্রচুর আর্টিকেল পড়া।
কিন্তু এখন বর্তমান যুগ পাল্টিয়েছে। বর্তমানে বাংলা রাইটিং এর অ কদর বেড়েছে। অনেকে এখন পার্ট টাইম রাইটারের কাজ করে। কোনো ওয়েবসাইট এর হয়ে অনেকেই এখন লেখা লেখির কাজ করে। এর জন্য তাঁদের বেতন দেওয়া হয়। আপনি যদি লেখালেখির জন্য নিজের একটা প্রতিষ্ঠান তৈরী করতে চান তাইলে আপনার জন্য ব্লগয়িং একটি ভালো সিদ্ধান্ত হতে পারে। ব্লগার.কম থেকে নিজের একটি ওয়েবসাইট ক্রিয়েট করে নিজের লেখা লেখি করতে পারেন। এভাবে আর্টিকেল রাইটিং করতে পারেন।
আর্টিকেল লিখে কিভাবে ইনকাম করতে হয়
বিদেশি ওয়েবসাইটে লেখক ও লেখকের লেখার মানের উপর ভিত্তি করে ৫-১০০০$ দিয়ে থাকে তবে সে জন্যে লেখককে ইংরেজিতে পারদর্শী হওয়া প্রয়োজন। কিন্তু সমস্যা হলো সবাই তো আর ভালো ইংরেজি জানে না। অপরদিকে সকলের পেপাল বা ক্রেডিট কার্ডও নেই। তাই আমি আজ আপনাদের কিছু বাংলা আর্টিকেল লিখার ওয়েবসাইট নিয়ে আলোচনা করব। নিচে ৫টি সেরা বাংলা আর্টিকেল লিখার ওয়েবসাইটের নাম দেওয়া হলো,
- টেকটিউনস
- গ্রাথোর
- গেট পেইড বাংলা
- রোর বাংলা
- জেআইটি
দিন দিন বাংলা আর্টিকেল লিখার ওয়েবসাইট বৃদ্ধি পাচ্ছে। এসব ওয়েবসাইটে আপনি আর্টিকেল লিখে সহজেই ঘরে বসে আয় করতে পারবেন আর আপনার পেমেন্টও বিকাশে নিতে পারবেন।
কিভাবে বাংলায় আর্টিকেল লিখতে হয়
বিদেশি ওয়েবসাইটে লেখক ও লেখকের লেখার মানের উপর ভিত্তি করে প্রচুর পরিমান দিয়ে থাকে তবে সে জন্যে লেখকের ইংরেজিতে দক্ষ হওয়া জরুরি। কিন্তু সমস্যা হলো সবাই তো আর ভালো ইংরেজি জানে না অথবা অপরদিকে সকলের পেপাল বা ক্রেডিট কার্ডও নেই। তাই বাংলাদেশের অনেকে বাংলা আর্টিকেল লেখার কাজ করে। বাংলায় আর্টিকেল লিখার জন্য আপনাকে প্রথমে আপনার লেখার টপিক সিলেক্ট করতে হবে এবং এই নিয়ে ইন্টারনেট কিংবা যেকোনো মধ্যেমে একটু গবেষণা করতে হবে।
ভালো আর্টিকেল লেখার মূল মন্ত্রই হচ্ছে প্রচুর আর্টিকেল পড়া ও যেকোনো বিষয় নিয়ে টুকটাক গবেষণা করা। যে বিষয় এর ওপর লিখবেন সেটার ব্যাপারে যথাযত তথ্য জানা টা খুবি জরুরি। কোয়ালিটি সম্পন্ন আর্টিকেল না হলে পাঠক আপনার আর্টিকেল পড়বে না। এভাবে আপনি বাংলায় আর্টিকেল লিখা শুরু করতে পারেবন।
ব্লগার একাউন্ট সম্পর্কে বিস্তারিত: কিভাবে ব্লগার একাউন্ট খুলবো-ব্লগ করবো
বাংলায় আর্টিকেল লিখে আয়
বাংলায় লেখা লেখি করেও এখন ঘরে বসে অনেক টাকা ইনকাম করা যায়। প্রতি মাসে কম করে হলেও ১০ থেকে ১৫ হাজার টাকা ইনকাম করা যাই। পরবর্তীতে লেখার মানের ওপর ইনকাম আরো বৃদ্ধি পায়।নিজের কোনো ওয়েবসাইটে কাজ করলে আর্টিকেল লিখে অ্যাডসেন্স থেকে টাকা ইনকাম করা যায়। টাকা ইনকামের এখানে কোনো লিমিটেশন নাই। চাকুরী করলে যেমন একটি সীমাবদ্ধ ইনকাম থাকে। ফ্রীল্যানসিং এ তেমন কোনো ধরা বাধা নাই।
আপনি যত পরিশ্রম ও সময় দিবেন আপনার আয় ইনকাম ও তেমন ভাবেই বৃদ্ধি পাবে। তবে সাধারণত বিগিনার লেভেলে মানুষ ১০হাজার টাকা থেকে শুরু করে ১৫,২০-৩০ হাজার টাকাও ইনকাম করে।
কোথায় আর্টিকেল লিখতে হয়
আর্টিকেল লিখার জন্য বিভিন্ন ধরণের ওয়েবসাইট গুগলে সার্চ করলে পাওয়া যায়। তবে সবগুলো ট্রাস্ট করার মতো হয় না।তাই আপনাদের সুবিধার্থে আমরা কয়েকটি ট্রাস্টেড ওয়েবসাইট খুঁজে বের করেছি। যেখানে আপনারা চাকরি করতে পারেন। আবার আপনারা যদি নিজেদের জন্য কাজ করতে চান তাইলে সেটার ও অপশন আছে। ব্লগার.কম বা ওয়ার্ডপ্রেস এ কাজ করে নিজের জন্য আর্টিকেল লিখে টাকা ইনকাম করতে পারেন। আর অন্য কোথাও কাজ করে ইনকাম করতে চাইলে ওয়েবসাইট গুলি হলো ,
- অর্ডিনারি আইটি
- গ্রাথোর
- গেট পেইড বাংলা
- রোর বাংলা
- জেআইটি
আর্টিকেল লিখে মাসে কত টাকা ইনকাম করা যায়
আর্টিকেল লিখার কাজ করেই ৩-৪ মাস এর মধ্যেই ১০০$-২০০$ ইনকাম করে ফেলা সম্ভব। আবার বিদেশি ওয়েবসাইটে লেখক ও লেখকের লেখার মানের উপর ভিত্তি করে ৫-১০০০$ দিয়ে থাকে তবে সে জন্যে লেখককে ইংরেজিতে পারদর্শী হওয়া প্রয়োজন। এই কাজে টাকা ইনকামের এখানে কোনো লিমিটেশন নাই। চাকুরী করলে যেমন একটি সীমাবদ্ধ ইনকাম থাকে। ফ্রীল্যানসিং এ তেমন কোনো ধরা বাধা নাই।ফ্রীল্যানসিং এ আপনি ঘরে বসে নিজের ইচ্ছা মতো সময়ে ইচ্ছা মতো কাজ করতে পারেন।
আপনি যত পরিশ্রম ও সময় দিবেন আপনার আয় ইনকাম ও তেমন ভাবেই বৃদ্ধি পাবে। তবে সাধারণত বিগিনার লেভেলে মানুষ ১০হাজার টাকা থেকে শুরু করে ২০-৩০ হাজার টাকাও ইনকাম করে।
বাংলায় আর্টিকেল লিখতে কি কি প্রয়োজন
বাংলায় আর্টিকেল লিখতে আপনার টুকটাক গবেষণা করার প্রয়োজন। শুরুতেই আপনাকে আগে বিষয় নির্বাচন করতে হবে। সেই বিষয় সম্পর্কে আপনার সঠিক ও পর্যাপ্ত পরিমান জ্ঞান থাকা প্রয়োজন। যে বিষয় এর ওপর লিখবেন সেটার ব্যাপারে যথাযত তথ্য জানা টা খুবি জরুরি। কোয়ালিটি সম্পন্ন আর্টিকেল না হলে পাঠক আপনার আর্টিকেল পড়বে না। এর পর আপনার আর্টিকেল এর একটি শিরোনাম দরকার। একটা ভালো শিরোনাম আপনার পাঠকের সংখ্যা অনেকটা বাড়ায় দিবে।
কারা কারা আর্টিকেল লিখতে পারবেন
শেষ কথা
আর্টিকেল রাইটিং একটি চাহিদা সম্পন্ন সহজ ফ্রীল্যানসিং সেক্টর। সকলেরই এই কাজের যোগ্যতা আছে। আর্টিকেল লিখতে বিশেষ কোনো স্কিল বা যোগ্যতার প্রয়োজন হয়না। আর্টিকেল লিখে মাসে প্রচুর ডলার ইনকাম করা যাই। স্টুডেন্ট রা নিজেদের পড়াশোনা করার পাশাপাশি এই কাজ করতে পারেন। অপর দিকে যারা চাকুরী করেন বা ব্যবসা করেন তারাও তাদের কাজের পাশাপাশি কাজ করতে চাইলে আর্টিকেল লিখতে পারেন।
আরও পড়ুনঃ ছোট পুঁজির বড় ব্যবসা
মাই আর্টিকেল কুইল এর নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url