ট্রেডিং করে কোটিপতি - ট্রেডিং করবো কিভাবে?
ট্রেডিং করে কোটিপতি হোন। ট্রেডিং কিভাবে করবেন ২০২৪ সালে বা ফরেক্স ট্রেডিং কিভাবে করে
এই নিয়ে অনেকে জানে না। এই ডিজিটাল যুগে টাকা ইনকাম করার অনেক নতুন নতুন উপায় আছে
তার ,মধ্যে ফরেক্স ট্রেডিং অন্যতম।
আজ এই আর্টিকেলে আমি ফরেক্স ট্রেডিং নিয়ে বিস্তারিত আলোচনা করবো আর আপনার মনে
থাকা সকল প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করবো। তবে দেরি কিসের? চলুন ফরেক্স ট্রেডিং করে আয় করার উপায় সম্পর্কে বিস্তারিত জেনে নেই,
পেজ সূচিপত্রঃ
- ফরেক্স ট্রেডিং কি
- কিভাবে ফরেক্স ট্রেডিং শুরু করবেন
- কিভাবে সহজে ফরেক্স ট্রেডিং করা যায়
- লেভারেজ কি
- ফরেক্স ট্রেডিং কেনো করবেন
- ফরেক্সে কেনো ট্রেড করবেন
- ফরেক্স ট্রেডিং এর ঝুঁকি
- ফরেক্স লাভ/ ক্ষতি কিভাবে নির্ধারিত হয়
- ফরেক্স ট্রেডিং কি বাংলাদেশে বৈধ
- ট্রেডিং কি জুয়া
- ফরেক্স ট্রেডিং কি হালাল
- ফরেক্স ট্রেডিং বিষয়ে লেখকের বক্তব্য
ফরেক্স ট্রেডিং কি
ফরেক্স ট্রেডিং হলো বিনিময় বাজারে বৈদেশিক মুদ্রা ক্রয়-বিক্রয় করার প্রক্রিয়া।
অর্থাৎ একটি দেশের মুদ্রার বিনিময়ে অন্য একটি দেশের মুদ্রা ক্রয়/বিক্রয় করাকে
ফরেক্স ট্রেডিং বলে। ফরেক্স (FOREX) শব্দটির এর পূর্ণরূপ হলো
Foreign Exchange । এটি বিশ্বের সবচেয়ে বড় ফিনান্সিয়াল মার্কেট যেখানে
প্রতিদিন ট্রিলিয়ন ডলার এরও বেশি অর্থ লেনদেন করা হয়। এক কথায় এটিকে বিশ্বের
সবচেয়ে লাভজনক মার্কেটপ্লেসও বলা যেতে পারে।
আর একটু সহজ ভাবে বলি। আমরা প্রত্যেকেই প্রত্যক্ষ বা পরোক্ষভাবে কোন না কোন সময়
ফরেক্স ট্রেডিং করেছি। মনে করুন আপনি বাংলাদেশ থেকে আমেরিকা ঘুরতে যাবেন। তখন
নিশ্চয়ই আপনাকে কিছু টাকা ডলারে কনভার্ট করতে হবে। নতুবা আপনি কিছু কিনতে পারবেন
না বা সেখানে হোটেল বিল দিতে পারবেন না। এই যে আপনি টাকাকে ডলারের কনভার্ট করলেন
এটাকে বলা হয় ফরেক্স ট্রেডিং।
বিশ্ব অর্থনৈতিক বাজারে ফরেক্স ট্রেডিং এর গুরুত্ব অপরিসীম। এ বিনিময়ের মাধ্যমে
ব্যবসা-বাণিজ্য এবং বিভিন্ন আর্থিক ক্রিয়াকলাপের পরিচালনা করে থাকে। যার মাধ্যমে
মুদ্রা পরিবর্তন এর জন্য একটি গ্লোবাল বাজার সৃষ্টি হয়। এটি রাষ্ট্রের অর্থনৈতিক
কার্যক্রমের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে এবং এর মাধ্যমে বিভিন্ন
দেশের মধ্যে বিনিময় এবং সম্পর্ক স্থাপন হয়ে থাকে। তাই বুঝা যায় অর্থনীতি এবং
বিভিন্ন দেশের মধ্যে ফরেক্স ট্রেডিং একটি যোগাযোগ মাধ্যম এবং এর গুরুত্ব অপরিসীম।
কিভাবে ফরেক্স ট্রেডিং শুরু করবেন
ফরেক্স ট্রেডিং কি সেটা তো বুঝলাম। এখন তাইলে প্রশ্ন হতে পারে কিভাবে ফরেক্স
ট্রেডিং শুরু করব তাইনা? ফরেক্স ট্রেডিং শুরু করার সময় আমরা এমন কিছু ভুল করে
থাকি যে কারণে আমাদের ট্রেডিং জার্নি শুরু হওয়ার আগেই শেষ হয়ে যায়। উহু, ভয়
পাওয়া যাবে না। আজকের এই আর্টিকেলটা মনোযোগ দিয়ে পড়লে আপনার সব ভয় কেটে যাবে।
আমি এই আর্টিকেলে ৫টা ধাপ বলবো। এই ধাপ গুলো আপনি ভালোমতো অনুসরণ করলে আপনাদের
ট্রেডিং জার্নিটা স্মুথ হয়ে যাবে।
এই পাঁচটা ধাপের মধ্যে চার নম্বর এবং পাঁচ নম্বর ধাপটি অনেক গুরুত্বপূর্ণ। তাই
প্রতিটি ধাপ মনোযোগ সহকারে পড়ুন। তাই চলুন দেরি না করে জেনে নিই কিভাবে ফরেক্স
ট্রেডিং শুরু করবেন,
- প্রথম ধাপ: কম বা স্বল্প পুঁজি দিয়ে শুরু করুন
আমরা তখন কোন ব্যবসা শুরু করি তখন কম বা স্বল্প পুঁজি দিয়ে শুরু করি তাই না?
তেমনি ফরেক্স ট্রেডিং শুরু করার সময় আমাদের কম বা স্বল্প পুঁজিতে শুরু করতে হবে।
কারণ আপনি যখন ট্রেডিং শুরু করতে যাবেন শুরুতে আপনার ক্ষতি হবে এটাই আবশ্যিক। তাই
আপনি যদি কম বাস অল্প পুঁজি দিয়ে ট্রেডিং করা শুরু করেন আপনার ক্ষতির পরিমাণ টাও
কম হবে। কিন্তু এই কম ক্ষতির পরিমাণ দিয়ে আপনি মার্কেটপ্লেস নিয়ে অনেক কিছু
শিখবেন যা আপনার পরবর্তীতে লাভের রাস্তা খুলে দিবে।
- দ্বিতীয় ধাপ: পেশাগতভাবে শিখুন
আপনি যখন শিখবেন তখন আপনি সময় নিয়ে পেশাগতভাবে শিখুন। তারপর আপনার যখন
আত্মবিশ্বাসটা আসবে যে আপনি মুদ্রা বিনিয়োগ করলে লাভ না হোক কিন্তু ক্ষতি হবে
না তখন আপনি বড় পুঁজি দিয়ে শুরু করতে পারবেন।
- তৃতীয় ধাপ: আপনার চাকরি/ব্যবসা/পড়াশোনা ছাড়বেন না
আমরা অনেকেই এই ভুলটা করে থাকি। আমাদের মধ্যে অনেকেই আছে যারা দেখে যে ফরেক্স
ট্রেডিং করলে লাখ লাখ টাকা ইনকাম করা যায় বা ক্যারিয়ার করা যায়, তখন তারা
তাদের চাকরির,ব্যবসা ও পড়াশোনা সব কিছুই ছেড়ে দেয়। কিন্তু এই ভুলটা কোনোদিনও
করবেন না। ১০০ জনের মধ্যে ৯০ জনই ট্রেডিং করতে গিয়ে সফল হতে পারেনা। তারমানে
আপনার সফল না হওয়ার সম্ভাবনাটা একটু বেশি। তাই ট্রেডিং করে লাখ লাখ টাকা ইনকাম
করার আশায় কখনোই নিজের চাকরি,ব্যবসা বা পড়াশোনা ছাড়বেন না। আর ট্রেডিং করতে
গেলে আপনার আর ট্রেডিং করতে গেলে আপনার টাকার দরকার হয়। তাই আপনি যদি কিছু
একটা করেন তাহলে আপনার কাছে টাকা আসার একটা সোর্স থাকবে। আপনার ওই টাকা দিয়ে
ট্রেডিং এর যে ক্ষতগুলো হবে সেগুলো রিকভার করতে পারবেন।
- চতুর্থ ধাপ: বড় পুঁজি দিয়ে ট্রেডিং করা
উপরে তিনটি ধাপ অনুসরণ করে এখন আপনি প্রফেশনাল ভাবে শিখে গেছেন। কি কি কারনে
ক্ষতি হয় সেটাও জেনে গেছেন। এখন আপনার উচিত বড় পুঁজিদের ট্রেডিং করা। ট্রেডিং
এমন একটি মার্কেটপ্লেস যেখানে আপনি যত বেশি পুঁজি বিনিয়োগ করবেন তত বেশি আপনার
সফল হওয়ার চান্স থাকবে।
- পঞ্চম ধাপ: ধৈর্য
ট্রেডিং এ সফল হওয়ার জন্য আপনার সময় লাগবেই। ট্রেডিং এ আপনি দুই দিনেই
কোটিপতি হতে পারবেন না। অনেকের দুই মাস লাগে, ছয় মাসও লাগে আবার এক থেকে দুই
বছর লাগতেও পারে। তাই আপনাকে ধৈর্য ধারণ করতে হবে।
কিভাবে সহজে ফরেক্স ট্রেডিং করা যায়
সাধারণত বাস্তব জীবনে আমরা ব্যাংক অথবা এক্সচেঞ্জ হাউজ এর মাধ্যমে মুদ্রা
বিনিময় বা ফরেক্স করে থাকি। কিন্তু সার্বক্ষণিকভাবে আমরা যখন ফরেক্স ট্রেডিং
করব তখন বারবার প্রতিষ্ঠান সংগঠনগুলো থেকে এরকম বিনিময় করা সম্ভব নয়। সব সময়
যাতে সহজে ফরেক্স ট্রেডিং করা যায় এজন্য বিভিন্ন ব্রোকার আমাদেরকে অনলাইনে
মুদ্রা বিনিময় করার সুযোগ দিয়ে থাকে। এ ব্রোকারগুলো আমাদের অনেক সুযোগ-সুবিধা
দিয়ে থাকে।
একটি বিশ্বস্ত প্রকার একাউন্ট খুলে খুব সহজে অনলাইনে ফরেক্স ট্রেডিং করা যায়।
এবং আমরা খুব সহজে সেখানে কেনাবেচা করতে পারি। তাহলে এবার জানি যে ঠিক কি কি
সুবিধা প্রকার আমাদের দিয়ে থাকে,
- তারা আমাদের সবসময় অনলাইনে মুদ্রা কেনাবেচা সুযোগ করে দেয়। যেটা আমাদের একটি প্রাইমারি সুযোগ।
- তাছাড়াও সমুদ্র এক্সচেঞ্জ রেট জানতে আমাদের সাহায্য করে।
- এবং ওই প্ল্যাটফর্মের মাধ্যমে আমাদের ট্রেডিং এবং ট্রেডে এনালাইসিস এর সুযোগ পেয়ে থাকি।
- এমনকি কম মূলধনের যাতে আমরা ফরেক্স ট্রেডিং করতে পারি এজন্য আমাদেরকে লেভারেজ দিয়ে থাকে।
লেভারেজ কি
সাধারণত ফরেক্সে এক্সচেঞ্জ রেট কারেন্সি পেয়ার মাধ্যমে প্রকাশ করা হয়।
ফরেক্সে এক্সচেঞ্জ রেট এত তাড়াতাড়ি পরিবর্তিত হয় যে তাকে দশমিকের পর
চারঘর পর্যন্ত বিবেচনা করা হয়ে থাকে। যেমন ইউরো (EUR) এবং ইউএসডি (USD) এর
মধ্যে এক্সচেঞ্জ রেট যে ভাবে প্রকাশ করা হয়,
EUR/USD= 1.2500
exchange rate
1 EUR= 1.25 USD
বাস্তবে এত বিশাল পরিমাণ মূলধন সাধারণত প্রান্তিক ট্রেডার দের কাছে থাকে
না। এজন্য ট্রেড করার সুবিধার্থে ব্রোকার গুলি আমাদের জমা করা মূলধনের উপর
ঋণ নেওয়ার সুযোগ দিয়ে থাকে, এই ঋণ নেওয়ার ব্যবস্থাকে ফরেক্সের এর ভাষায়
লেভারেজ বলা হয়ে থাকে। ব্রোকারগুলি বিভিন্ন অনুপাতে ঋণ দিয়ে থাকে, যেমন:
১:১০, ১:২০, ১:১০০ অথবা ১:৫০০।
ফরেক্স ট্রেডিং কেনো করবেন
ফরেক্স ট্রেডিং কেন করবেন? এমন প্রশ্ন অনেকের মনে থেকে যায়। সবাই ঘরে বসে আয়
করতে চাই। আবার স্টুডেন্ট তারা পড়ালেখার পাশাপাশি পড়াশোনার পাশে ইনকামের জন্য
ছোটখাটো কিছু করতে চাই, যেন তাদের পড়াশোনা কোন ক্ষতি না হয় এবং ভাল একটি
ইনকামও হয়। আবার অনেকে কাজের পাশাপাশি তাদের আয়ও বাড়াতে চাই। তাদের জন্যই
ফরেক্স। এখন আপনি বলতে পারেন ঘরে বসে আয় করতে তো ফ্রিল্যান্সিং সাইটও
আছে।
আপনি কি করবেন সেটা আপনার সিদ্ধান্ত। আমরা শুধু ভালো জিনিস তুলে ধরছি আপনার
সুবিধার্থে। আপনারা যারা ফ্রিল্যান্সিং করার কথা বলবেন তাদেরও বলবো আপনি ঘরে
বসে ফ্রিল্যান্সিং করেও অনেক টাকা আয় করতে পারেন। উভয় ফরেক্স এবং
ফ্রিল্যান্সিং সাইটের যেমন সুবিধা আছে তেমন অসুবিধা আছে। এটি নির্ভর করছে আপনার
স্কিল ও ফিনান্সিয়াল অবস্থা এর উপর। এবার চলুন তবে জেনে নেই ফরেক্স
ট্রেডিং কেন করবেন,
- ফরেক্স ট্রেডিং এ আপনি নতুন হোন বা এক্সপার্ট হন আপনি যেকোনো সময় ট্রেড করার সম্ভাবনা আছে। তবে হ্যাঁ এক্সপার্ট হয়েই ফরেক্স করা উত্তম।
- ফরেক্স মার্কেটে কিছু সুবিধা আছে যা অন্যান্য মার্কেটে দেখতে পাবেন না যেমন, কোন কমিশন নেই। আপনি মূলত ব্রোকারকে কোন কমিশন দেন না আপনার ব্রোকার আপনাকে মূলত চার্জ করবে তা হলো স্প্রেড।
- কোন মধ্যবর্তী লোক নেই। আপনি সরাসরি ট্রেড করতে পারবেন। ট্রেড শুরু করার জন্য আপনাকে কোন তৃতীয় পক্ষের কাছে যেতে হবে না।
- কতটুকু ট্রেড করবেন তা আপনার উপর নির্ভর করবে।
- স্বল্প খরচ। ট্রেড করতে আপনার ব্রোকার আপনাকে খুব অল্প চার্জ করবে সেটাকে আমরা স্প্রেড বলে থাকি। এটা সাধারণত আপনার উপর নির্ভর করে।
- সোমবার থেকে শুক্রবার মার্কেট খোলা থাকে। এবং এই পাঁচটা দিনই মার্কেট ২৪ ঘন্টা খোলা থাকে।
- মার্কেট নিয়ন্ত্রণ করা যায় না। ফরেক্স মার্কেট এত বড় যে যদি কোনো দেশের সেন্ট্রাল ব্যাংক যদি প্রাইজ নিজের ইচ্ছামত পরিবর্তন করতে চায় তাহলে তা বেশিক্ষণের জন্য করতে পারবেনা।
- আমরা অল্প অর্থ দিয়ে বড় সাইজের ট্রেড করতে পারি।
- ফরেক্স মার্কেট করতে ঘরের মধ্যে কম্পিউটার আর ইন্টারনেট সংযোগই যথেষ্ট।
ফরেক্সে কেনো ট্রেড করবেন
ফরেক্সএ কেন ট্রেড করবেন? এখন প্রশ্ন এটা থাকতে পারে। কারণ বিশ্বে এতগুলো
ট্রেডিং মার্কেট থাকার পরেও আমরা কেন ফরেক্স নিয়ে কথা বলছি। তাহলে নিশ্চয়
ফরেক্সে কিছু আলাদা সুবিধা রয়েছে। আপনারা যারা জানতে ইচ্ছুক তাদের জন্যই আমি
আজকে বলবো ফরেক্সে কেন ট্রেড করবেন। চলুন তবে জেনে নেই,
- ফরেক্স ট্রেডিং করতে কোন গভারমেন্ট ফি লাগে না।
- ফরেক্স ট্রেডিং করতে কোন এক্সচেঞ্জ ফি লাগেনা।
- ফরেক্স ট্রেডিং করতে কোন অ্যানুয়াল চার্জ লাগে না।
- ফরেক্স ট্রেডিং করতে কোন কমিশন লাগে না।
- শুধুমাত্র ব্রোকার হাউজ সামান্য স্প্রেড বা কমিশন কাটবে।
- এই মার্কেট সপ্তাহে পাঁচ দিনই ২৪ ঘন্টা খোলা থাকে।
- আগে শুধুমাত্র বিশাল ধনী অথবা ব্যাংকগুলো ফরেক্স মার্কেটে ট্রেডিং করতে পারত। কিন্তু বর্তমান সময়ে পরিবর্তনের সাথে সাথে বিভিন্ন ধরনের প্রকারের আবির্ভাব হওয়ার কারণে ও প্রতিযোগিতা বৃদ্ধির কারণে যে কেউ পৃথিবীতে কোন দেশ থেকে ফরেক্সে ট্রেডিং করতে পারে।
- মাত্র ১ ডলার দিয়েও ফরেক্স ট্রেডিং করা সম্ভব।
- সর্বোপরি একজন সফল ও দক্ষ ফরেক্স ট্রেডার এ মার্কেট থেকে প্রচুর পরিমাণে আয় করতে পারে। যেখান থেকে আপনি নিজের মেধা ও শ্রম খাটিয়ে টাকা উপার্জন করতে পারবেন। এবং এটি কোন একদিনের জন্য নয়, এটি লাইফ টাইম এর বিজনেস।
আশা করি আপনি ফরেক্স মার্কেটের সুবিধা বুঝতে পেরেছেন। কিছু ভালো ব্রোকার হাউজ হলো,
- IC markets
- TICKMILL
- LiteForex
ফরেক্স ট্রেডিং এর ঝুঁকি
ফরেক্স এ ট্রেড করতে পারলে যেমন আপনি লাখপতি হতে পারবেন তেমনি ফরেক্স ট্রেডিং
এর ক্ষেত্রে অনেক ঝুঁকি থেকেও চাই। আমরা কোন কাজ করতে গেলে যেমন সেটা সুবিধা
আছে তেমন ঝুঁকেও কিন্তু আছে তেমনি ফরেক্স ট্রেডিং এও ঝুঁকি রয়েছে। আমরা আগেই
জেনেছি যে ফরেক্স ট্রেডিং মার্কেটপ্লেস সবসময়ই উঠানামা করতে থাকে। সেই
কারণে ফরেক্স ট্রেডিং সম্পর্কে পুরোপুরি ধারণা না নিয়ে এ ব্যবসায় নামা উচিত
নয়। চলুন তবে ফরেক্স ট্রেডিং এর ঝুঁকি সম্পর্কে জেনে নেই,
- বাজার ঝুঁকি: আমরা সকলে জানি, ফরেক্স মার্কেটে মুদ্রার মান দ্রুত ওঠা নামা করে। এ পরিবর্তনটি খুবই দ্রুত হতে পারে। আর এ পরিবর্তনটি যদি আপনার প্রত্যাশের বিরুদ্ধে চলে যায় আপনি অনেক বড় ক্ষতির সম্মুখীন হতে পারেন।
- লিভারেজ ঝুঁকি: আপনি আপনার বিনিয়োগের সাথে লিভারেজ ব্যবহার করে অনেক পরিমাণে ট্রেড করতে পারেন। এটি লাভের সুবিধা বাড়ায় কিন্তু একই সাথে ক্ষতির পরিমাণ অনেক গুনে বাড়িয়ে দেয়।
- বৈদেশিক মুদ্রা ঝুঁকি: ফরেক্স ট্রেডিং এ বিভিন্ন দেশের মুদ্রা ব্যবহার করা হয়। এখন যদি কোন দেশের অর্থনীতি করে রাজনৈতিক অবস্থা খারাপ হয়ে যায় তবে মুদ্রার মানে প্রভাব ফেলতে পারে। এটি অবশ্যই আপনার ফর এক্স ট্রেডিং এ ঝুঁকি আনতে পারে।
- ব্রোকার ঝুঁকি: যদি আপনার ব্রোকার বিশ্বস্ত বা নির্ভরযোগ্য না হয় তবে আপনার তহবিলের সুরক্ষা ঝুঁকির মধ্যে থাকতে পারে।
- মনস্তাত্ত্বিক ঝুঁকি: আপনার অতিরিক্ত আত্মবিশ্বাস লোভ এবং অন্যান্য মনস্তাত্ত্বিক অবস্থা গুলো আপনার সিদ্ধান্তে নেতিবাচক প্রভাব ফেলতে পারে।
ফরেক্স লাভ/ ক্ষতি কিভাবে নির্ধারিত হয়
এখন আমরা জানবো ফরেক্স ট্রেডিং কি করে লাভ বা ক্ষতি নির্ধারিত হয়ে থাকেন। মনে
করেন একজন টুরিস্ট ইউএসএ থেকে ইউরোপে ঘুরতে যাবেন। ঘুরতে যাওয়ার আগে তাকে যেটা
করতে হবে তার ইউএস ডলার গুলো কিছু ইউরোতে কনভার্ট করে নিতে হবে। এখন সে
কনভারশনের জন্য একটা ইউএসএ'র ব্যাংকে গেল। ব্যাংকে গিয়ে দেখল যে ইউরো
এবং ইউএসডির কনভারশন রেট দেয়া আছে ১.২৫০০। অর্থাৎ এখানে এক্সচেঞ্জ রেট হলো ১
ইউরো (EUR) = ১.২৫ ইউএসডি (USD) ।
সে সিদ্ধান্তই নিল যে ১০,০০০ ইউএসডি (USD), ইউরোতে কনভার্ট করবে। এক্সচেঞ্জ
অনুযায়ী সে ৮০০০ ইউরো (EUR) পেল। ধরিসে ইউরোপের কোন টাকা খরচ না করে আবার
আমেরিকাতে ফিরে আসলো। এখন সে আবার তার ৮০০০ ইউরো (EUR) যখন ইউএসডি (USD) তে
কনভার্ট করতে গেল, সে দেখল এখন এক্সচেঞ্জ রেট ১.২৬০০। অর্থাৎ এখন সে প্রতি ১
ইউরো এর জন্য ১.২৬ ইউএসডি পাবে। তাই এখন তার কাছে যে ৮০০০ ইউরো (EUR) ছিল তার
বদলে সে পেল ১০০৮০ ইউএসডি (USD)।
অর্থাৎ কোন কিছু না করেই সে ৮০ ইউএসডি(USD) প্রফিট করলো। আবার সে যদি এসে দেখত
এক্সচেঞ্জ রেট কমে গেছে তাহলে সে ইউএসডি (USD) লস করে যেত। সুতরাং এই দুইটা
উদাহরণ দিয়ে আমরা এটা বুঝতে পারলাম লাভ বা ক্ষতি এটি নির্ভর করছে এক্সচেঞ্জ
রেটের উপরে। এক্সচেঞ্জ রেট এর পরিবর্তনের কারণেই ফরেক্স ট্রেডিং এ লাভ বা ক্ষতি
নির্ধারিত হয়ে থাকে। এখন আমাদের জানতে হবে এই এক্সচেঞ্জ রেট কেন পরিবর্তিত
হয়। চলুন তবে জেনে নেই কারণ গুলো,
- মুদ্রা চাহিদা ও যোগানের তারতম্য
- মুদ্রার সুদের হার
- মুদ্রাস্ফীতি
- সরকারের নীতি
- কর্মসংস্থানের অবস্থা
- আমদানি ও রপ্তানির চাহিদা
ফরেক্স ট্রেডিং কি বাংলাদেশে বৈধ
ফরেক্স ট্রেডিং কি বাংলাদেশে বৈধ এ প্রশ্ন অনেকের মনে থেকে যেতে পারে। উত্তর হল
না। বাংলাদেশে ফরেক্স ট্রেডিং আইনগতভাবে নিষিদ্ধ নয়, তবে এটির উপর কিছু
বিধি-নিষেধ রয়েছে। ২০২০ সালে নভেম্বর মাসে বাংলাদেশ ব্যাংক থেকে ফরেক্স
ট্রেডিং সম্পর্কিত কিছু নির্দেশনা জারি করা হয়। বাংলাদেশের আইন অনুযায়ী এই
ফরেক্স ট্রেডিং এর মুদ্রালি লেনদেন কেবলমাত্র অনুমোদিত ডিলার ব্যাংক ও মানি
এক্সচেঞ্জ হাউস গুলোর মাধ্যমে করা যেতে পারে।
তবে ব্যক্তিগতভাবে বা অনলাইন প্লাটফর্ম এর মাধ্যমে এই মুদ্রা লেনদেন কড়া আইনগত
অনুমোদিত নয়। কারণ অনলাইন ব্রোকার এর মাধ্যমে ট্রেড করার সময় বেশ কিছু ঝুঁকি
থাকে। তার সব ব্রোকার বিশ্বস্ত নয়। ফরেক্স ট্রেডিং করতে চাইলে অবশ্যই দেশের
আইন অনুযায়ী এবং নিয়ম কানুন মেনে করা উচিত। কারণ দেশের আইন ভঙ্গ করলে অবশ্যই
শাস্তির মুখোমুখি হতে হয়। তাই ট্রেড করার পূর্বে সব নিয়মকানুন জেনে তারপর করা
উচিত।
ট্রেডিং কি জুয়া
ট্রেডিং ও জুয়া উভয় বিষয় দেখতে গেলে একটি মিল খুঁজে পাওয়া যায়। যেটির জন্য
অনেকে মনে করে ট্রেডিং ১ প্রকার জুয়া। আমি এরকম ভুল ধারণা অনেকের মধ্যেই
দেখেছি। ট্রেডিং ও জুয়া উভয়ই করা হয় অর্থ বিনিয়োগের মাধ্যমে লাভ অর্জনের
জন্য। মানে বুঝতে পারেননি? আমরা ট্রেডিং ও জুয়াতে কিছু পরিমাণ টাকা বিনিয়োগ
করি বেশি অর্থ লাভের আশায়। বিষয়টা দেখতে একই রকম হলেও ট্রেটিং কিন্তু জুয়া
নয়। এদের অনেক মধ্যে মৌলিক পার্থক্য রয়েছে।
কেউ যখন ট্রেডিং করে তখন মুনাফা অর্জনের জন্য বাজার বিশ্লেষণ, গবেষণা তথ্য
বিশ্লেষণ এবং কৌশলগত সিদ্ধান্ত উপর ভিত্তি করে এটি করে থাকে। সফল ট্রেডাররা
বিশ্বের সব দিকে খোঁজ রেখে তারপর আবার ট্রেড করে। বিভিন্ন দেশে আর্থিক
নিয়ন্ত্রক সংস্থাগুলো এ ট্রেডিংয়ের উপর নিয়ম কানুন আর ওপরে থাকে যা
ট্রেডিংকে নিয়ন্ত্রিত ও সুশৃংখল রাখে। কিন্তু অপরদিকে জুয়া মুলত এক ধরনের
নেশা। এটি নির্ভর করে ভাগ্য ও সম্ভাবনার উপর।
জুয়াতে অর্থের ক্ষয়ক্ষতি হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি হয়ে থাকে এবং এটি
নিয়ন্ত্রিত নয় এবং কোন সুশৃংখল দেশের সুশৃংখল নিয়মের আওতায় প্রচলিত হয় না।
মূলত পথভ্রষ্ট মানুষেরা আবেগ ও উত্তেজনার বসে জুয়া খেলে থাকে। যা তাদের আর্থিক
ও পারিবারিক সমস্যা সৃষ্টি করে থাকে। তাই আমরা বুঝতে পারছি ট্রেডিং ও জুয়া এর
মৌলিক বিষয় অল্প টাকাতে বেশি টাকা লাভের আশা হলেও ট্রেডিং হচ্ছে নিয়ন্ত্রিত ও
সুশৃংখল বিষয় এবং জুয়া হচ্ছে অনিয়ন্ত্রিত ও বিশৃঙ্খল বিষয়।
ফরেক্স ট্রেডিং কি হালাল
এখন প্রশ্ন হতে পারে ফরেক্স ট্রেডিং হালাল নাকি হারাম? হালাল নাকি হারাম সেটি
নির্ভর করে ইসলামী আইন অনুযায়ী এর পরিচালনা পদ্ধতির উপর। ইসলামী শরিয়াহ্
অনুযায়ী, অর্থের উপর হালাল বা হারাম বিবেচনা করা হয় রিবা (সুদ), গারার
(অনিশ্চয়তা), মাইসির (জুয়া), সময় মত পেমেন্ট, প্রকৃত মালিকানা নিশ্চিত করা
এই বিষয়গুলোর উপর ভিত্তি করে। ফরেক্স ট্রেডিং কি এসব মেনে চলে? চলুন একটু
বিস্তারিত জেনে নিই বিষয়গুলা,
- রিবা (সুদ): ইসলাম ধর্মাবলম্বীরা জানেন ইসলামে সুদ নিষিদ্ধ। ফরেক্স ট্রেডিং এয়ার লেনদেনের সময় যদি সুদ প্রয়োগ করা হয় তাহলে সেটি অবশ্যই ইসলামের শরিয়াহ্ মোতাবেক হারাম বলে গণ্য হবে। তবে এখন কিছু প্রকার রয়েছে যারা সোয়াপ মুক্ত একাউন্ট অফার করে যাতে সুরের বিনিময় হয় না।
- গারার (অনিশ্চয়তা): ইসলামে অনশ্চিত লেনদেন বা আমরা যেটাকে ঝুঁকিপূর্ণ লেনদেন বলে থাকি সেটা নিষিদ্ধ। ফরেক্সে যদি লেনদেন ঝুঁকিপূর্ণ হয় তাহলে সেটি অবশ্যই হারাম বলে গণ্য হবে। তাই আপনাকে সঠিক বিশ্লেষণ, গবেষণা করে এই ঝুঁকি নিয়ন্ত্রণ করতে হবে।
- মাইসির (জুয়া): মাইসির বা জুয়া যদি ট্রেডিং পরিচালনা করে থাকে তাহলে সেটি হারাম হিসেবে গণ্য করা হবে। তবে সঠিক বিশ্লেষণ গবেষণা করে ট্রেড করলে জুয়া বলে গণ্য হবে না।
- সময় মত পেমেন্ট ও প্রকৃত মালিকানা নিশ্চিত করা: ইসলামী শরিয়াহ্ অনুসারে, প্রকৃত মালিকানা থাকা উচিত ও লেনদেন সম্পন্ন হওয়ার পর সময়মতো পেমেন্ট করতে হয়। যদি প্রকৃত মালিকানা নিশ্চিত করা যায় এবং সময়মতো পেমেন্ট করে দেওয়া যায় তাহলে তা হালাল হবে।
অর্থাৎ ফরেক্স রিডিং হালাল কি হারাম সেটি নির্ভর করবে পরিচালনা পদ্ধতির উপর।
তাই আপনি যদি ফরেক্স ট্রেডিং করতে চান তবে অবশ্যই ইসলামী শরীয়া মোতাবেক
পরিচালনা করবেন তাহলে সেটি হালাল হবে।
ফরেক্স ট্রেডিং বিষয়ে লেখকের বক্তব্য
আমার এই আর্টিকেলে ফরেক্স ট্রেডিং কি,কি করে শুরু করবেন, কেন করবেন, সুবিধা কি,
ঝুঁকি কি সবকিছু নিয়েই বিস্তারিত আলোচনা করেছি। আপনি যদি ফরেক্স ট্রেডিং করতে
চান আশা করি এই আর্টিকেলটি আপনার জন্য অনেক উপকারী হবে। আমরা জানি ফরেক্স
ট্রেডিং বাংলাদেশের আইন মোতাবেক বৈধ এবং ইসলামী শরীয়া মোতাবেক চললেও এটি আয়
করার একটি হালাল উপায়। তাই আপনি যদি ফরেক্স ট্রেডিং করতে চান নির্দ্বিধায়ই
শুরু করতে পারেন।
তবে আমার ব্যক্তিগত অভিমত হলো, যদি আপনার অর্থে সচ্ছলতা থাকে তবেই ট্রেডিং
নিয়ে ভাববেন বা ট্রেডিং শুরু করবেন। কিন্তু আপনি যদি আর্থিকভাবে অসচ্ছল এবং
আপনি পরিবারের একমাত্র আর্নিং পারসন হয়ে থাকেন তাহলে ট্রেডিং না করাই শ্রেয়।
কারণ ট্রেডিং করতে গেলে অনেক অর্থের প্রয়োজন পড়ে। এমনকি ট্রেডিং করে আপনি
অর্থ লাভ করার বদলে বিশাল অংকের অর্থের লস এর সম্মুখীন হতেও পারে। আপনি যে
লাভবান হবেন সেটা কিন্তু নিশ্চিত গ্যারান্টি কেউ দিতে পারবে না।
তাই আমি চাইনা আপনার একটি ভুলের জন্য আপনার সারা জীবন কষ্টে কাটুক ও পরিবারের
ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে যাক। আপনার কাছে যদি অর্থের স্বল্পতা থাকে তাহলে ফরেক্স
ট্রেডিং করার বদলে ফ্রিল্যান্সিং করতে পারেন। ফ্রিল্যান্সিং করতে আপনার অর্থ
ইনভেস্ট করার দরকার পড়ে না আবার ঘরে বসেও আপনি ফ্রিল্যান্সিং করে অনেক টাকা
আয় করতে পারেন। তাই কোন সিদ্ধান্ত নেওয়ার পূর্বে অবশ্যই নিজের আর্থিক অবস্থা,
মেধা ও শ্রম যাচাই করে নিবেন যে কোন পেশাটির জন্য আপনি উপযুক্ত।
মাই আর্টিকেল কুইল এর নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url