লোকাল SEO কি? আপনার ব্যবসার জন্য লোকাল SEO কেনো প্রয়োজন?

 

লোকাল SEO কি বা আপনার ব্যবসার জন্য লোকাল SEO কেনো প্রয়োজন সেটি সম্পর্কে আপনাদের বিস্তারিত জ্ঞান রাখা উচিত, যদি আপনি নতুন কোনো ব্যবসা শুরু করতে চান।

লোকাল SEO কি? আপনার ব্যবসার জন্য লোকাল SEO কেনো প্রয়োজন?
লোকাল SEO এর মাধ্যমে একটি নির্দিষ্ট অঞ্চল বা এলাকাতে আপনার প্রতিষ্ঠান বা ব্যবসাকে স্থানীয় গ্রাহকদের কাছে দৃশ্যমানতা, বিশ্বাসযোগ্যতা বা প্রতিযোগিতায় এগিয়ে রাখে। চলুন তবে এই ব্যাপারে বিস্তারিত জেনে নেই,

পেজ সূচিপত্র:

লোকাল SEO কি

লোকাল SEO হলো মার্কেটিং পদ্ধতি যার মাধ্যমে একটি নির্দিষ্ট অঞ্চলে বা এলাকাতে আপনার ব্যবসা বা সেবাকে মানুষের মাঝে তুলে ধরে। যার ফলে স্থানীয় গ্রাহকদের কাছে দৃশ্যমানতা ও বিশ্বাসযোগ্যতা বৃদ্ধি পায়। আবার অন্যান্য ব্যবসা বা সেবার তুলনায় প্রতিযোগিতায় এগিয়ে নিয়ে আসে। যার মাধ্যমে সরাসরি আপনার ব্যবসাটিকে বিকাশে সহায়তা করে।

লোকাল SEO মূলত Google My Business এ প্রোফাইলে তৈরি বা অপটিমাইজ করার মাধ্যমে করা হয় থাকে। লোকাল SEO করার জন্য আপনার ব্যবসার সঠিক নাম, ঠিকানা, ফোন নাম্বার অবশ্যই ব্যবহার করতে হবে। শুধু তাই নয়, কি-ওয়ার্ড রিসার্চ নিয়েও অনেক সচেতন হতে হবে। আপনাকে এটা রিসার্চ করে বের করা লাগবে যে আসলে আপনার অঞ্চল বা এলাকার মানুষের প্রয়োজনটা কি।

প্রয়োজন মোতাবেক কি-ওয়ার্ড ব্যবহার করার মাধ্যমে সার্চ ইঞ্জিনে আপনার ওয়েবসাইটটি সামনে এগিয়ে আসবে যা গ্রাহকদের পেতে সুবিধা হবে। এছাড়াও গ্রাহকরা আপনার কাছ থেকে সেবা নেওয়ার পর তাদের কাছে থেকে রিভিউ নিবেন যার ফলে আপনার ব্যবসাটি আরো বেশি বিশ্বাসযোগ্য হয়ে উঠবে। লোকাল ডিরেক্টরিতে আপনার ব্যবসার নামে নিবন্ধন করাও গুরুত্বপূর্ণ। এই নিয়মে ব্যবসা করলে বিক্রয় বৃদ্ধি, বিশ্বাসযোগ্যতা বৃদ্ধি পাবে।

আপনার ব্যবসার জন্য লোকাল SEO কেনো প্রয়োজন

আপনার ব্যবসার জন্য লোকাল SEO কেনো প্রয়োজন এখন এটা প্রশ্ন হতে পারে। লোকাল SEO আপনার ব্যবসার জন্য অনেক গুরুত্বপূর্ণ কারণ লোকাল SEO হলো একটি ডিজিটাল মার্কেটিং পদ্ধতি যার মাধ্যমে একটি নির্দিষ্ট অঞ্চলে বা এলাকাতে আপনার ব্যবসা বা সেবাকে সার্চ ইঞ্জিনে শীর্ষে নিয়ে আসার উপায়। এটি আপনার ব্যবসাটিকে বিকাশে সহায়তা করে। চলুন তবে বিস্তারিত জেনে নেই এর প্রয়োজনগুলো,

বাড়তি দৃশ্যমানতা: লোকাল SEO করলে আপনার ব্যবসাকে লোকাল সার্চ ইঞ্জিনে শীর্ষের দিকে নিয়ে আসে।

বিশ্বাসযোগ্যতা বৃদ্ধি: একটি ব্যবসা মূলত অনলাইন রেটিং বা রিভিউ এর উপর নির্ভর করে। লোকাল SEO এর মাধ্যমে গ্রাহকের কাছ থেকে পজিটিভ রিভিউ পেলে আপনার ব্যবসার বিশ্বাসযোগ্যতা বৃদ্ধি পাবে।

লোকাল ট্রাফিক আকর্ষিত হবে: লোকাল SEO এর ফলে আপনার ওয়েবসাইটে ট্রাফিক আসা বেড়ে যাবে যার ফলে আপনার বিক্রিও বেশি হবে।

মোবাইল ব্যবহারকারীদের টার্গেট: আজকাল লোকাল প্রোডাক্ট কেনার জন্য মোবাইল ডিভাইস বেশি ব্যবহারিত হয়। যার ফলে মোবাইল ব্যবহারকারীদের সহজে টার্গেট করতে পারেন লোকাল SEO করে।

লোকাল প্রতিযোগীতায় এগিয়ে থাকা: লোকাল SEO করার ফলে আপনি আপনার নির্দিষ্ট অঞ্চল বা এলাকাতে অন্যান্য ব্যবসা বা সেবার তুলনায় প্রতিযোগীতায় এগিয়ে থাকবেন।

ব্যবসার বৃদ্ধি এবং সম্প্রসারণ: লোকাল SEO করার ফলে আপনার ব্যবসার যেমন লাভজনক বৃদ্ধি পাবে তেমনি নতুন গ্রাহকের কাছে পৌঁছাতে পারবেন। এতে আপনার ব্যবসার সম্প্রসারণ হবে।

কিভাবে আপনার ব্যবসার জন্য লোকাল SEO করবেন

লোকাল SEO কিভাবে কাজ করে সেটা এখন প্রশ্ন হতে পারে। লোকাল SEO হলো একটি সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন প্রক্রিয়া যার মাধ্যমে লোকাল ব্যবসাগুলি অনলাইন সার্চের মাধ্যমে তাদের গ্রাহকদের কাছে পৌঁছে দেওয়ার সুযোগ তৈরি করে। এর মাধ্যমে ব্যবসাতে উন্নতি, ব্যবসার বিশ্বাসযোগ্যতা বৃদ্ধি, সম্প্রসারণ, প্রতিযোগীতায় এগিয়ে থাকা ইত্যাদি সম্ভব হয়ে থাকে। চলুন তবে জেনে নেই লোকাল SEO কিভাবে কাজ করে,
লোকাল SEO কি? আপনার ব্যবসার জন্য লোকাল SEO কেনো প্রয়োজন?
Google My Business প্রোফাইল তৈরি বা অপটিমাইজ করা: আপনার ব্যবসার জন্য একটি Google My Business প্রোফাইল তৈরি করুন এবং অপটিমাইজ করুন। এতে আপনার ব্যবসার সঠিক তথ্য যেমন নাম, নাম্বার, ঠিকানা ইত্যাদি প্রদান করবেন।

লোকাল কি-ওয়ার্ড রিসার্চ: লোকাল জনপ্রিয় কি-ওয়ার্ড রিসার্চ করে সেটি আপনার ওয়েবসাইটের কনটেন্ট বা মেতা ডেসক্রিপশন এ অন্তর্ভুক্ত করুন।

লোকাল ব্যাকলিংক: লোকাল ব্যবসায়িক ডিরেক্টরি এবং অন্যান্য ওয়েবসাইট থেকে ব্যাকলিংক অর্জন করুন। এটি আপনার ওয়েবসাইটের বিশ্বাসযোগ্যতা বৃদ্ধি করবে।

অনলাইন রিভিউ: আপনার গ্রাহকদের কাছে থেকে পজিটিভ রিভিউ অনলাইন প্লাটফর্মে নিবেন। এতে আপনার ওয়েবসাইটের বিশ্বাসযোগ্যতা বৃদ্ধি করবে।

নাপ (NAP) সঠিক রাখা: আপনার প্রতিটা অনলাইনে প্লাটফর্মে নাম, ফোন নাম্বার ও ঠিকানা একই রাখা গুরুত্বপূর্ণ।

মোবাইল অপটিমাইজেশন: অধিকাংশ লোকাল গ্রাহক পণ্য বা সেবা মোবাইলে সার্চ করে থাকে। তাই আপনার ওয়েবসাইট কে মোবাইল অপটিমাইজ করুন।

সোশ্যাল মিডিয়া এনগেজমেন্ট: লোকাল সোশ্যাল মিডিয়া প্লাটফর্মে এনগেজ থাকুন। এটি আপনার ব্যবসাকে সম্প্রসারিত করবে।

লোকাল SEO এর সুবিধা কি

লোকাল SEO এর সুবিধা কি এটা এখন জানতে চান তো? এটা আসলে কেনো করা উচিত সেটি সম্পর্কে জ্ঞান রাখা উচিত কারণ এর ফলে আমাদের লোকাল ব্যবসার উন্নতি, সম্প্রসারণ ও বিশ্বাসযোগ্যতা বৃদ্ধি পাবে। লোকাল SEO এর সুবিধা রয়েছে যা লোকাল ব্যবসায়ীদের তাদের সেবাগুলো গ্রাহকদের কাছে পৌঁছে দিতে পারে এবং ব্যবসা বৃদ্ধি তে সহায়তা করে। চলুন তবে দেরি না করে জেনে নেই লোকাল SEO এর সুবিধা কি,

ব্যবসার দৃশ্যমানতা বাড়ায়: এর মাধ্যমে লোকাল অনুসন্ধানের ফলে লোকাল গ্রাহকদের কাছে আপনার ব্যবসার দৃশ্যমানতা বাড়ায়।

গ্রাহকের আকর্ষণ বাড়ায়: এটির ফলে একটি নির্দিষ্ট এলাকা বা অঞ্চলের গ্রাহকদের কাছে প্রয়োজনীয় পণ্য বা সেবা পৌঁছাতে সাহায্য করে। এতে গ্রাহকদের আকর্ষণ বাড়ায়।

বিশ্বাস অর্জন করতে সাহায্য করে: Google My Business এ আপনার ব্যবসার পজিটিভ রিভিউ ও ব্যাক লিঙ্ক এর মাধ্যমে আপনার ব্যবসাকে বিশ্বাসযোগ্যতা বৃদ্ধিতে সাহায্য করে। 

রিভিউ ও ফিডব্যাক: আপনার ব্যবসায় গ্রাহকদের কাছ থেকে পজিটিভ রিভিউ ও ফিডব্যাক পাওয়ার মাধ্যমে আপনার ব্যবসার মান উন্নত করে ও নতুন গ্রাহকের আকর্ষণ বাড়াতে সাহায্য করে। 

মোবাইল ইউজার টার্গেটিং: লোকাল SEO করার মাধ্যমে আপনার ওয়েবসাইটটি মোবাইল ফ্রেন্ডলি হয়ে ওঠে। যার ফলে মোবাইল ইউজারদের টার্গেট করতে সুবিধা হয়।

কম খরচে মার্কেটিং করা: এর ফলে কম খরচে মার্কেটিং করা সম্ভব যা আপনার ছোট ও মাঝের আকারের ব্যবসার জন্য অনেক উপকারী। 

ওয়েবসাইটকে ব্যবহারবান্ধব ও তথ্যবহুল করে: এর ফলে আপনার ওয়েবসাইটটি ব্যবহারবান্ধব ও তথ্যবহুল হয়ে ওঠে। যার ফলে আপনার ব্যবসায় উন্নতি ঘটে। 

দীর্ঘমেয়াদি সুবিধা: আপনি ঠিকমত লোকাল SEO করলে আপনার আপনার ওয়েবসাইটি সঠিকভাবে সেটআপ যার ফলে ব্যবসায় দীর্ঘমেয়াদি সুবিধা পাওয়া যায়।

SEO ও লোকাল SEO এর মধ্যে পার্থক্য কি

SEO হলো সার্চ ইঞ্জিন অপটিমাইজেশনের সংক্ষিপ্ত রূপ। SEO ও লোকাল SEO এর মধ্যে পার্থক্য হলো তাদের ফোকাস ও পদ্ধতি। SEO সাধারণত গ্লোবাল বা ন্যাশনাল ব্যবহারকারীদের টার্গেট করে কিন্তু লোকাল SEO শুধুমাত্র একটি নির্দিষ্ট এলাকা বা অঞ্চলের গ্রাহকদের টার্গেট করে থাকে। SEO এর জন্য খেয়াল রাখতে হয় সারা বিশ্ব বা দেশের মানুষ এর কাছে কোন বিষয়টি জনপ্রিয়। সেই বিষয় বা কি - ওয়ার্ড নিয়ে ব্যবহার করে কনটেন্ট তৈরি করতে হয়।

কিন্তু অপরদিকে লোকাল SEO করতে খেয়াল রাখতে হবে যে একটি নির্দিষ্ট এলাকা বা অঞ্চলের মানুষের কাছে কোন বিষয়টি জনপ্রিয়। সেই বিষয় বা কি - ওয়ার্ড নিয়ে ব্যবহার করে কনটেন্ট তৈরি করতে হয়। SEO এর ক্ষেত্রে উচ্চমানের গ্লোবাল ওয়েবসাইট থেকে ব্যাকলিঙ্ক এর উপর গুরুত্ব দেয়। তবে লোকাল SEO এর ক্ষেত্রে শুধুমাত্র লোকাল ডিরেক্টরি বা ওয়েবসাইট থেকে ব্যাকলিঙ্ক এর উপর গুরুত্ব দেয়। অর্থাৎ SEO ও লোকাল SEO এর কাজ পুরোটাই আলাদা।

লোকাল SEO এর জন্য Google My Business এ প্রোফাইল ক্রিয়েট করা এবং অপটিমাইজ করা উচিত। সেখানে আপনার ব্যবসার নামে, ফোন নাম্বার ও ঠিকানা সঠিক রাখা উচিত। আবার গ্রাহকের কাছ থেকে পজিটিভ রিভিউ সংগ্রহ করা গুরুত্বপূর্ণ। তবে SEO এর ক্ষেত্রে এসব কিছুই প্রয়োজন পরে না। এছাড়াও SEO তে গ্লোবাল বা ব্রড টপিক নিয়ে কনটেন্ট লিখতে হয় কিন্তু লোকাল SEO তে লোকাল ইভেন্ট বা বাজারের প্রয়োজন অনুযায়ী লিখতে হয়।

প্রোডাক্ট বেস লোকাল SEO কি

প্রোডাক্ট বেস লোকাল SEO কি? সেটি চলুন জেনে নেই। একটি নির্দিষ্ট এলাকা বা অঞ্চলের গ্রাহকদের কাছে জন্য নির্দিষ্ট কোনো প্রোডাক্টকে নিয়ে আপনি অপটিমাইজ করবেন সেটিকে বলা হবে প্রোডাক্ট বেস লোকাল SEO। লোকাল SEO কিভাবে কাজ করে সেটা এখন প্রশ্ন হতে পারে। লোকাল SEO হলো একটি সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন প্রক্রিয়া যার মাধ্যমে লোকাল ব্যবসাগুলি অনলাইন সার্চের মাধ্যমে তাদের গ্রাহকদের কাছে পৌঁছে দেওয়ার সুযোগ তৈরি করে।

লোকাল SEO আপনার ব্যবসার জন্য অনেক গুরুত্বপূর্ণ কারণ লোকাল SEO হলো একটি ডিজিটাল মার্কেটিং পদ্ধতি যার মাধ্যমে একটি নির্দিষ্ট অঞ্চলে বা এলাকাতে আপনার ব্যবসা বা সেবাকে সার্চ ইঞ্জিনে শীর্ষে নিয়ে আসার উপায়।সোশ্যাল মিডিয়া বা ওয়েবসাইট প্লাটফর্মে আপনি আপনার ব্যবসার প্রচার করতে পারবেন। এতে আপনার ব্যবসার মান উন্নত হবে

এরিয়া বেস লোকাল SEO কি

এরিয়া বেস লোকাল SEO কি? চলুন জেনে নেই। একটি নির্দিষ্ট এলাকা বা অঞ্চলের গ্রাহকদের কাছে ব্যবসার প্রচার করাকে এরিয়া বেস লোকাল SEO বলে। সোশ্যাল মিডিয়া বা ওয়েবসাইট প্লাটফর্মে আপনি আপনার ব্যবসার প্রচার করতে পারবেন। এতে আপনার ব্যবসার মান উন্নত হবে, বিশ্বাসযোগ্যতা বৃদ্ধি পাবে এবং আপনার ওয়েবসাইটের সম্প্রসারণ হবে।লোকাল SEO করতে খেয়াল রাখতে হবে যে একটি নির্দিষ্ট এলাকা বা অঞ্চলের মানুষের কাছে কোন বিষয়টি জনপ্রিয়। 

লোকাল SEO করতে খেয়াল রাখতে হবে যে একটি নির্দিষ্ট এলাকা বা অঞ্চলের মানুষের কাছে কোন বিষয়টি জনপ্রিয়। সেই বিষয় বা কি - ওয়ার্ড নিয়ে ব্যবহার করে কনটেন্ট তৈরি করতে হয়।প্রয়োজন মোতাবেক কি-ওয়ার্ড ব্যবহার করার মাধ্যমে সার্চ ইঞ্জিনে আপনার ওয়েবসাইটটি সামনে এগিয়ে আসবে যা গ্রাহকদের পেতে সুবিধা হবে।

লোকাল SEO করার সময় কি কি খেয়াল রাখতে হবে

লোকাল SEO করার সময় কি কি খেয়াল রাখতে হবে সেটি সম্পর্কে জানা উচিত আমাদের। লোকাল SEO এমন একটি ডিজিটাল মার্কেটিং ব্যবস্থা যা আপনার ব্যবসাকে উন্নত করতে ও সম্প্রসারণ সাহায্য করে। তাই অবশ্যই লোকাল SEO করার পূর্বে আপনাকে জেনে নিতে হবে যে কি কি প্রক্রিয়াতে কাজ করলে আপনার ব্যবসার উন্নতি হবে। চলুন তবে জেনে নেই লোকাল SEO করার সময় কি কি খেয়াল রাখতে হবে,

লোকাল SEO কি? আপনার ব্যবসার জন্য লোকাল SEO কেনো প্রয়োজন?

Google My Business এ প্রোফাইল তৈরি: Google My Business এ ব্যবসার সঠিক নাম, ফোন নাম্বার, ঠিকানা ও দরকারি তথ্য দিয়ে প্রোফাইল তৈরি করতে হবে। নিয়মিত Google My Business প্রোফাইলে নতুন নতুন অফার, ইভেন্ট ও আপডেট দিতে হবে। এতে গ্রাহকদের আকর্ষণ বেড়ে যায়। গ্রাহকদের কাছ থেকে অবশ্যই রিভিউ নিবেন তাহলে আপনার ব্যবসার বিশ্বাসযোগ্যতা বৃদ্ধি পাবে।

সঠিক NAP তথ্য প্রদান: আপনার প্রতিটা অনলাইনে প্লাটফর্মে নাম, ফোন নাম্বার ও ঠিকানা একই রাখা গুরুত্বপূর্ণ। তথ্য ভুল হলে রাঙ্কিং এ সমস্যা হতে পারে।

লোকাল কিবোর্ড রিসার্চ: লোকাল কি-ওয়ার্ড রিসার্চ করা লাগবে সেগুলো ওয়েবসাইটের কনটেন্ট এর টাইটেল, মেট ডেসক্রিপশন এবং হেডিং এ দেওয়া লাগবে। আর অবশ্যই লং টেইল কি-ওয়ার্ড নিয়ে কাজ করতে হবে যাতে রাঙ্কিং পেতে সুবিধা হয়।

সোশ্যাল মিডিয়া এনগেজমেন্ট: ফেসবুক, ইনস্টাগ্রাম, টুইটার ইত্যাদি সোশ্যাল মিডিয়া প্লাটফর্মে এনগেজ থাকতে হবে যাতে লোকাল গ্রাহকদের সাথে সরাসরি যোগাযোগ ও এনগেজ থাকা যায়।

লোকাল SEO অডিট ও মনিটরিং করুন: নিয়মিত আপনার লোকাল SEO অডিট করুন এবং গুগল এনালিটিক্স ব্যবহার করে আপনার ওয়েবসাইটের পারফরমেন্স ট্র্যাকিং করুন।

লোকাল SEO সম্পর্কে লেখকের বক্তব্য

লোকাল SEO সম্পর্কে লেখকের বক্তব্য হলো আপনি যদি আপনার ব্যবসাকে উন্নত করতে চান তাহলে অবশ্যই সেটির জন্য একটু ওয়েবসাইট তৈরি করুন। কারণ এখন সবাই অনলাইন বেসড। কেও কষ্ট করে বাজারে গিয়ে কোনো প্রোডাক্ট কেনার থেকে বাসায় বসে প্রোডাক্ট কিনতে চাই কারণ এটা যেমন সহজ তেমনি সময় সাশ্রয়ী। তাই আপনার একটি ব্যবসা শুরু করার প্রথম ধাপ হলো অনলাইন প্লাটফর্মে এক্টিভ হওয়া।

আবার শুধু অনলাইন প্লাটফর্ম ওপেন করলেই হবে না। এমন ভাবে নিজের ওয়েবসাইটে সাজানো লাগবে যা গ্রাহকদের দৃষ্টি আকর্ষণ করতে পারে। তাই আপনাকে কি-ওয়ার্ড সঠিকভাবে রিসার্চ করতে হবে এবং ইমপ্লিমেন্ট করতে হবে। কি-ওয়ার্ডটি টাইটেল, মেটা ডেসক্রিপশন, হেডিং এ প্রয়োগ করতে হবে। আবার ব্যবসার উন্নতি ও সম্প্রসারণ এর জন্য গ্রাহকের কাছ থেকে রিভিউ নিতে হবে। এসব করার জন্য আপনার অবশ্যই লোকাল SEO করা প্রয়োজন। 

আরও পড়ুনঃকিভাবে সহজে ফরেক্স ট্রেডিং করে আয় করবেন ২০২৪


এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
1 জন কমেন্ট করেছেন ইতোমধ্যে
  • Kibri
    Kibri August 13, 2024 at 4:01 AM

    লোকাল এসইও নিয়ে অনেক আর্টিকেল পড়েছি। কিন্তু আপনার টাই অনেক সহজ ভাবে ব্যাখ্যা করা আছে। ভালো লেগেছে আর্টিকেলটা ❤️

মন্তব্য করতে এখানে ক্লিক করুন

মাই আর্টিকেল কুইল এর নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url