সবচেয়ে ভালো ভিপিএন কোনটি?
সবচেয়ে ভালো ভিপিএন সম্পর্কে জানতে চান? বর্তমানের সবচেয়ে ভালো ভিপিএন খুঁজে বের করে আজকে এই পোস্টটি করা। যেহেতু বাংলাদেশে কয়েকদিন যাবত ভিপিএন বেশ চর্চায় আছে তাই আশা করছি এই পোস্টটি কাজে আসবে।
দ্রুতগতির ভিপিএন এর পাশাপাশি ছোট্ট একটি ট্রিকস শিখাবো যার মাধ্যমে ফ্রিতে প্রিমিয়াম ভার্সন ভিপিএন ব্যবহার করতে পারবেন এবং তা বহিরাগত কোন মড ছাড়ায়। চলুন তবে জেনে নেই, সবচেয়ে ভালো ভিপিএন কোনটি,
যা যা থাকছে:
- ভিপিএন কি
- ভিপিএন কি সেইফ
- সবচেয়ে ভালো ভিপিএন কোনটি
- ভিপিএন ব্যবহারের সুবিধা
- আইফোনের জন্য কোন ভিপিএন ব্যবহার করবো
- ফ্রিতে প্রিমিয়াম ভিপিএন ট্রিকস
- সবচেয়ে ভালো ভিপিএন নিয়ে লেখকের বক্তব্য
ভিপিএন কি
ভিপিএন এর সম্পুর্ণ রূপ হলো ভার্চুয়াল প্রাইভেট নেটওয়ার্ক (VPN)। ভিপিএন হলো একটি প্রযুক্তি যা ইন্টারনেটের মাধ্যমে দুইটি বা এর অধিক ডিভাইসের মধ্যে নিরাপদ ও ব্যক্তিগত সংযোগ স্থাপন করে। ভিপিএন ব্যবহার করে ইন্টারনেট ব্যবহারকারি তাদের ডেটা এনক্রিপ্ট করে এবং তাদের আসল আইপি (IP) অ্যাড্রেস লুকিয়ে রাখে যা তাদের অনলাইন কার্যক্রমকে আরোও নিরাপদ ও গোপন করে।
আইপি অ্যাড্রেস হলো আপনার ইন্টারনেট সংযোগের ঠিকানা। ধরুন আপনার বাসার ঠিকানার মতোই। আইপি অ্যাড্রেস ব্যবহার করে আপনি কোন জাইগায় বসে কি করছেন তা খুঁজে বের করে ফেলা যায়। কিন্তু যদি আপনি আপনার ঠিকানায় পরিবর্তন করে ফেলেন তাইলে আপনাকে খুঁজে পাওয়া মুসকিল হয়ে যাবে।
ভিপিএন কি সেইফ
অনেকের মনে প্রশ্ন থাকে ভিপিএন সেইফ কিনা- হ্যাঁ অবশ্যই ভিপিএন সেইফ। ভিপিএন সাধারণত নিরাপদ তবে এর এর সুরক্ষা ও গোপনীয়তা নির্ভর করে কিছু বিষয়ের ওপর। একটি ভালো ভিপিএন আপনার ডেটা এনক্রিপ্ট করে এবং আপনার আসল আইপি (IP) অ্যাড্রেস লুকিয়ে রাখে যা আপনার অনলাইন কার্যক্রমকে আরোও নিরাপদ ও গোপন করে। তবে কিছু ভিপিএন এর সেবা নির্ভরযোগ্য নাও হতে পারে। সঠিক ভিপিএন ব্যবহার করলে এটি বেশ নিরাপদ হতে পারে।
ভিপিএন এর সুরক্ষা ও গোপনীয়তা সম্পর্কে কিছু বিষয়ঃ
- এনক্রিপশনঃ একটি ভাল ভিপিএন তার শক্তিশালী এনক্রিপশন প্রটোকল ব্যবহার করে যা আপনার ডেটাকে নিরাপদ রাখে।
- লগিং পলিসিঃ অনেক ভিপিএন তাদের ব্যবহারকারিদের ডেটা লগ রাখেনা যা গোপনীয়তা রক্ষা করে।
- কানেকশন স্টেবিলিটিঃ একটি স্টেবল কানেকশন আপনাকে হ্যাকিং এর হাত থেকে রক্ষা করে এবং আপনার ইউজার এক্সপিরিয়েন্স বাড়িয়ে তোলে।
সবচেয়ে ভালো ভিপিএন কোনটি
- ExpressVPN
- NordVPN
- 1.1.1.1 VPN
- CyberGhost
- SuperVPN
- Surfshark
ভিপিএন ব্যবহারের সুবিধা
- গোপনীয়তা রক্ষাঃ ভিপিএন আপনার আইপি অ্যাড্রেস ও অনেক ব্যক্তিগত তথ্য লুকিয়ে রেখে আপনার গোপনীয়তা রক্ষা করে ও ডেটা এনক্রিপ্ট করে।
- নিরাপত্তা বৃদ্ধিঃ ভিপিএন আমাদের নিরাপত্তা বৃদ্ধি করে। পাবলিক ওয়াই-ফাই নেটওয়ার্কে সংযুক্ত হওয়ার সময় ভিপিএন ব্যবহার করে ডাটা চুরি বা ম্যালওয়ার আক্রান্ত থেকে রক্ষা পাওয়া যায়।
- সেন্সরশিপ বাইপাস করাঃ অনেক বেশি ইন্টারনেটের নির্দিষ্ট কিছু ওয়েবসাইট বা সার্ভিস ব্লক করা থাকে রিপন ব্যবহার করে আপনি জিও-ব্লকিং বা সেন্সরশিপ এড়িয়ে যেতে পারেন।
- ডাটা থ্রোটলিং কমানোঃ কিছু ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার নির্দিষ্ট ধরনের ডাটা ট্রাফিক সীমিত করতে পারে যেমন, ভিডিও স্ট্রেমিং। ভিপিএন ব্যবহার করে এ ধরনের থ্রোটলিং থেকে মুক্তি পাওয়া যায়।
আরও পড়ুনঃ গিটারের দাম । গিটার শেখার শুরুর ধাপ
আইফোনের জন্য কোন ভিপিএন ব্যবহার করবো
- ExpressVPN
- NordVPN
- CyberGhost
- Surfshark
- ProtonVPN
ফ্রিতে প্রিমিয়াম ভিপিএন ট্রিকস
- আপনার ফোনের Google Play Store বা Appstore এ গিয়ে 1.1.1.1 VPN টি ইন্সটল করুন।
- এবার অ্যাপ ওপেন করে মেনুতে চলে যান।
- মেনু থেকে 'Advanced' অপশনটি সিলেক্ট করুন।
- 'Advanced' থেকে 'Diagnostics' অপশনটি সিলেক্ট করুন।
- 'Client Configuration' থেকে 'ID' কপি করে ফেলুন।
- এবার ব্যাকে চলে আসুন। 'Connection Option' অপশনটি সিলেক্ট করুন।
- 'Connection Option' এ 'DNS settings' অপশনটি সিলেক্ট করুন।
- 'Gateway DOH Subdomain' এ আপনার কপি করা 'ID' টি পেস্ট করে দিন।
- 'Done' প্রেস করে দিন।
- আপনি সাকসেসফুলি 'Zero Trust' অন করে ফেলেছেন।
- এবার 'On' করে দিন।
মাই আর্টিকেল কুইল এর নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url