ওয়েব হোস্টিং কি? - ওয়েব হোস্টিং কেন গুরুত্বপূর্ণ
ওয়েব হোস্টিং কি ও ওয়েব হোস্টিং গুরুত্বপূর্ণ ব্যাখ্যা করা নিয়ে অনেকে জানতে চান। একটি ওয়েবসাইট তৈরি করার কথা চিন্তা করলেই ডোমেইন নেম এর পর সর্বপ্রথম যে নামটি আছে সেটি হল ওয়েব হোস্টিং বা হোস্টিং সার্ভার।
পেজ সূচিপত্রঃ ওয়েব হোস্টিং কি? - ওয়েব হোস্টিং গুরুত্বপূর্ণ ব্যাখ্যা কর
- ওয়েব হোস্টিং কি
- ওয়েব হোস্টিং গুরুত্বপূর্ণ ব্যাখ্যা কর
- ওয়েব হোস্টিং কত প্রকার ও কি কি
- ওয়েব হোস্টিং কিভাবে কাজ করে
- শেয়ারড হোস্টিং সম্পর্কে বিস্তারিত বর্ণনা
- একটি ভালো ওয়েব হোস্টিং এ সার্ভার কেনার আগে যে যে বিষয়গুলো চেক করে নেওয়া বাধ্যতামূলক
- হোস্টিং সার্ভার কেনার ক্ষেত্রে কোন কোন প্লাটফর্ম গুলো সবচেয়ে ভালো নির্ভরযোগ্য
- ওয়েব হোস্টিং সম্পর্কে লেখকের বক্তব্য
ওয়েব হোস্টিং কি
ওয়েব হোস্টিং কি? সহজ ভাষায় যদি বলি তাহলে ওয়েব হোস্টিং হলো একটি অনলাইন সার্ভিস বা সুরক্ষিত জায়গা, যেটির তারা ইন্টারনেটে আপনি একটু ওয়েবসাইট বা ওয়েব এপ্লিকেশন পাবলিশ করে ওয়েবসাইটেকে লাইভ বা দৃশ্যমান করতে পারেন। এমন কি ওয়েব হোস্টিং ওয়েবসাইট বা ওয়েব এপ্লিকেশন সমস্ত ডাটা এবং ফাইলগুলোকে একটু সুরক্ষিত জায়গায় সঞ্চিত রাখবে। এটি আপনার ওয়েবসাইটের ফাইলগুলোকে ২৪/৭ ম্যানেজ করবে।
ওয়েব হোস্টিং কোম্পানিগুলো ওয়েব সার্ভার এর সাথে সাথে আরো বিভিন্ন সফটওয়ার, ব্যান্ডউইথ, SSL Certificate, ইমেইল হোস্টিং, পেজ বিল্ডার ডেভেলপমেন্ট টুলস, অটোমেটিক ওয়েবসাইট ব্যাকআপ, ওয়ান ক্লিক সফটওয়ার ইনস্টলেশন, সিকিউরিটি, ২৪/৭ সাপোর্ট সহ আরো অনেক সুবিধা দিয়ে থাকে।এমনকি তাদের সার্ভার ও অনলাইন কম্পিউটারগুলোর ২৪/৭ ইন্টারনেট কানেকশন এর সাহায্যে অন করে রাখা হয়।
যার ফলে আমাদের ওয়েবসাইটগুলো ২৪ ঘণ্টায় অনলাইনে দৃশ্যমান থাকে। অনেকে ডোমেইন আর ওয়েব হোস্টিং কে একই মনে করে। কিন্তু এই দুটি একই জিনিস না। ডোমেইন নাম কেনা মানে প্র্যাকটিক্যালি বললে, একটি দোকানের নাম ও দোকানে যাওয়ার ঠিকানা।আর ওয়েব হোস্টিং কেনা মানে ওই দোকানের একটি জায়গা ভাড়া নেওয়া। আশা করি ওয়েব হোস্টিং তাহলে কি সেটা বুঝে গেছেন।
ওয়েব হোস্টিং গুরুত্বপূর্ণ ব্যাখ্যা কর
ওয়েব হোস্টিং হলো একটি সেবা যার মাধ্যমে একটি ওয়েবসাইট ইন্টারনেটে প্রকাশ করা যায়। এই ওয়েব হোস্টিং ওয়েবসাইটের ফাইলগুলো একটি সার্ভারে সংরক্ষণ করা সহ অনেক সুবিধা দিয়ে থাকে। ওয়েব হোস্টিং কেন গুরুত্বপূর্ণ তা নিচে ব্যাখ্যা করা হলো,
- ওয়েবসাইট এক্সেসযোগ্যতা: ওয়েব হোস্টিং আপনার ওয়েবসাইট কে ২৪/৭ এক্সেসযোগ্য করে তোলে এবং ইন্টারনেট ব্যবহারকারীদের কাছে ২৪/৭ তার দৃশ্যমান করতে সহায়তা করে।
- সাইটের কর্ম ক্ষমতা: ভালো ওয়েব হোস্টিং সেবা আপনার ওয়েবসাইটের লোডিং স্পিড দ্রুত করতে সহায়তা করে। আপনার ওয়েবসাইটের লোডিং স্পিড যদি ধীর গতি সম্পন্ন হয় তাহলে ব্যবহারকারীরা বিরক্ত বোধ করে এবং ব্যবসার ক্ষতি হতে পারে।
- ডোমেইন এর সাথে সংযোগ: ওয়েব হোস্টিং আপনার ডোমেন নামের সাথে সংযুক্ত থাকে যার ফলে ব্যবহারকারীরা ব্রাউজারে টাইপ করলে আপনার ওয়েবসাইটটি চলে আসে।
- ডাটা সিকিউরিটি: ওয়েব হোস্টিং আপনার ওয়েবসাইটের ডাটা সুরক্ষিত রাখতে সাহায্য করে।
- ইমেইল এবং অন্যান্য সেবা: অনেক ওয়েব হোস্টিং প্ল্যান ইমেইল হোস্টিং, ডাটাবেজ হোস্টিং এবং অন্যান্য প্রয়োজনীয় টুলস সরবরাহ করে যা একটি ওয়েবসাইট চালানোর জন্য প্রয়োজন।
সুতরাং বলা যায়, ওয়েব হোস্টিং একটি ওয়েবসাইটের জন্য অনেক গুরুত্বপূর্ণ সেবা। এগুলোই হলো ওয়েব হোস্টিং এর সুবিধা।
ওয়েব হোস্টিং কত প্রকার ও কি কি
ওয়েব হোস্টিং কত প্রকার ও কি কি? ওয়েব হোস্টিং সম্পর্কে বিস্তারিত জানার জন্য আমাদের জানা উচিত এটি কত প্রকার ও কি কি। সাধারণত চার ধরনের ওয়েব হোস্টিং হয়ে থাকে। এবং ওয়েব হোস্টিং কোম্পানিগুলো বিভিন্ন ধরনের সেবা প্রদান করে থাকে। যাতে করে সব ধরনের গ্রাহকদের প্রয়োজন পূরণ করতে পারে। নিম্নে এই চার প্রকার ওয়েব হোস্টিং সম্পর্কে আলোচনা করা হলো,
- Shared hosting,
- VPS hosting,,
- Cloud hosting,
- Wordpress hosting,
- Dedicated hosting
এদের মধ্যে সবচেয়ে জনপ্রিয় এবং সাশ্রয়ী হলো Shared hosting । বাকি হোস্টিংগুলো ব্যক্তিগত ব্যবহারের জন্য সেভাবে ব্যবহার হয়না।
আপনার পছন্দ হতে পারে এমন আরও পোস্টের তালিকা,
ওয়েব হোস্টিং কিভাবে কাজ করে
ওয়েব হোস্টিং কিভাবে কাজ করে চলুন আপনাকে এবার বুঝায়। মনে করুন, আপনার একটি নতুন বিজনেস আইডিয়া মাথায় এসেছে বা নতুন করে কোন ব্যবসা করতে চাচ্ছেন। আপনার আশেপাশে একটি দোকান ভাড়া নিতে চান, তাহলে প্রথমে আপনাকে ওই দোকানের মালিকের সাথে একটি চুক্তি করে নিতে হবে।
তারপর সে দোকানের নাম লোগো ডেকোরেশন ও ভেতরের জিনিসপত্র উঠানোর পর গ্রাহকরা এসে জিনিসপত্র কিনতে পারবে। এখানে দেখুন প্রথমে একটা দোকান আর ক্ষেত্রে দোকানের একটি জায়গা ভাড়া নিতে হয়। ওয়েব হোস্টিং এর ক্ষেত্রে ঠিক একই ঘটনা হয়। একটি ওয়েবসাইট তৈরি করার জন্য প্রথমেই আপনাকে ইন্টারনেটে একটি জায়গা চুক্তি নিতে হবে।
আর সেই কাজটি ওয়েব হোস্টিং কোম্পানি করে থাকে। তাই বলা যায় ওয়েব হোস্টিং একটি অনলাইন সার্ভিস যার মাধ্যমে আপনি ইন্টারনেটে একটি জায়গা ভাড়া নিতে পারবেন। যেখানে আপনার ওয়েবসাইট এর সমস্ত ফাইল, মিডিয়া, ডাটা, টেক্সট, বাটন, ভিডিও সংরক্ষিত রাখবে। এটিকে ডাটা সেন্টার বলা হয়ে থাকে।
শেয়ারড হোস্টিং সম্পর্কে বিস্তারিত বর্ণনা
শেয়ারড হোস্টিং শুনেই বুঝা যাচ্ছে যে আপনার হোস্টিংটি অন্য কারোর সাথে শেয়ার করতে হবে। মূলত একটি ব্যবসার মালিক ও একটি নতুন ওয়েবসাইটে শুরুর দিকে তেমন ভিজিটর থাকে না। সেজন্য ব্যবসার মালিকের প্রথম দিকে তেমন বাজেট থাকেনা যে সে একটি Cloud hosting বা Dedicated hosting কিনবে। এবং এই হোস্টিং সার্ভিসগুলো শুরুর দিকে তার কিনার সামর্থ্য নাও থাকতে পারে।
শুরুর দিকে যেহেতু আপনার তেমন পরিমাণ ভিজিটর আসবে না সেহেতু আপনার যতটুকু জায়গা এবং ব্যান্ডউইথ প্রয়োজন ততটুকু এর জন্য একটি ছোট হোস্টিং সার্ভার ব্যবহার করতে পারেন। তারপর আসতে আসতে আপনার ওয়েবসাইটে যখন ভিজিটর বেড়ে যাবে তখন আপনি একটি Cloud hosting বা Dedicated hosting সার্ভারে খুব সহজেই মুভ করতে পারবেন।
মূলত একটি Shared hosting সার্ভারের ভিতরে আপনার সাথে সাথে অনেকের ওয়েবসাইটের ডাটা হোস্ট করা হয় কিন্তু প্রত্যেকের জন্য নির্দিষ্ট পরিমাণ জায়গা ফিক্সড ও আলাদা আলাদা থাকে। সেহেতু ডাটা বিষয়ের কোনো সিকিউরিটি নিয়ে তেমন কোনো চিন্তা রাখা উচিত নয়।
একটি ভালো ওয়েব হোস্টিং এ সার্ভার কেনার আগে যে যে বিষয়গুলো চেক করে নেওয়া বাধ্যতামূলক
এখন একটি ভালো ওয়েব হোস্টিং বাছাই করতে গেলে অনেক সময় অর্থ ব্যয় করতে হয়। আর আগে যদি হোস্টিং সম্পর্কে কোনো অভিজ্ঞতা না থাকে তাহলে তো হোস্টিং কেনার ক্ষেত্রে অনেক কষ্টকর হয়ে যায়। একটি ভালো ওয়েব হোস্টিং বাছাই করার ক্ষেত্রে Uptime আর Loading time এই ২টা জিনিস খুব গুরুত্বপূর্ণ ফ্যাক্টর।
এর সাথে সাথে টোটাল স্পিড পারফরমেন্স আর ডাউনটাইম বিগত ২ বছর ধরে গুরুত্বপূর্ণ ফ্যাক্টর হয়েছে। হোস্টিং কেনার আগে এই বিষয়গুলো চেক করে নিবেন,
- টোটাল Uptime আর Loading time কত?
- প্রতি মাসে কি পরিমাণ ব্যান্ডউইথ দিচ্ছে?
- কতটি ইমেইল একাউন্ট সেট আপ করার সুবিধা দিচ্ছে?
- ওয়েব সার্ভার এর ডিস্ক স্পেস কত?
- ওই হোস্টিং কোম্পানির ডাটা সেন্টার কয়টি কন্টিনেন্টালে রয়েছে?
- SSL, CDN সহ Daily backup এর সুবিধা দিচ্ছে কিনা?
- ৩০ দিনের মানিব্যাক গ্যারান্টি দিচ্ছে কিনা?
- Main CMS Software গুলো Automatically Interagation করা রয়েছে কিনা?
- কতগুলো Subdomain ও FTP Accounts করার সুবিধা দিচ্ছে?
- সবথেকে গুরুত্বপূর্ণ বিষয়, ২৪/৭ টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট সহায়তা দিচ্ছে কিনা?
হোস্টিং সার্ভার কেনার ক্ষেত্রে কোন কোন প্লাটফর্ম গুলো সবচেয়ে বেশি ভালো ও নির্ভরযোগ্য
- SiteGround
- HOSTINGER (বেশি সাশ্রয়ী)
- তবে HostGator ও Bluehost এর পারফরমেন্স আমি ভালো মনে করিনি।
- Liquid Web,
- WPengine,
- Google Cloud,
- AWS
মাই আর্টিকেল কুইল এর নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url