গুগল এডসেন্স কী? - কিভাবে গুগল এডসেন্স একাউন্ট খুলব?
গুগল এডসেন্স একাউন্ট কিভাবে খুলবেন সেটি আজ আমি এই আর্টিকেলে বিস্তারিত আলোচনা করবো। আপনি যদি গুগল এডসেন্স একাউন্ট খুলতে গিয়ে সমস্যার সম্মুখীন হয়ে থাকেন তবে এই আর্টিকেলটি পড়ে সমাধান পেয়ে যাবেন।
গুগল এডসেন্স কি, কিভাবে কাজ করে এবং এডসেন্স এপ্রুভাল পাওয়ার দারুন কিছু টিপস
আপনাদের সাথে আলোচনা করবো, যা আপনার উপকারে আসবে আশা করি। চলুন তবে দেরি না করে
জেনে নেই গুগল এডসেন্স কী ও কিভাবে গুগল এডসেন্স একাউন্ট খুলব,
পেজ সূচিপত্রঃ গুগল এডসেন্স কি? - কিভাবে গুগল এডসেন্স একাউন্ট খুলব?
গুগল এডসেন্স কী
গুগল এডসেন্স হল গুগলের একটি বিজ্ঞাপন সেবা। গুগল এডসেন্স এমন একটি
মাধ্যম যা মূলত বিজ্ঞাপন দাতা এবং পাবলিশার মধ্যে যোগসূত্র তৈরি করে। এটি
ওয়েবসাইট মালিকদের জন্য ঘরে বসে ইনকাম করার একটি সহজ মাধ্যম। মূলত এক্ষেত্রে
ওয়েবসাইটে প্রদর্শিত বিজ্ঞাপনগুলির মাধ্যমে আয় করা যায়। এটি প্যাসিভ ইনকাম
নামেও পরিচিত।
এখন কত হলে এডসেন্সের মাধ্যমে আয় করার সুবিধাটা কি? এর সবচেয়ে বড় সুবিধা হল
একটি একটি অটোমেটেড এবং সহজে পরিচালনা যোগ্য একটি আয় করার মাধ্যম। কিছু কোম্পানি
আছে যারা নতুন নতুন প্রোডাক্ট বা নতুন নতুন সার্ভিস প্রমোট করার জন্য আপনার
ওয়েবসাইটের এই ট্রাফিক গুলোর সামনে কিছু এড প্রদর্শন করবে।
এডভারটাইজার কোম্পানিগুলো সরাসরি গুগল এডসেন্সকে পে করে এই অ্যাডগুলো প্রদর্শন এর
জন্য। গুগল এডসেন্স সেই পেমেন্ট থেকে কিছু টাকা নিয়ে যারা পাবলিশার অর্থাৎ
ওয়েবসাইট মালিক রয়েছে তাদেরকে প্রত্যেক মাসের শেষে পেমেন্ট আকারে দিয়ে দেয়।
কিভাবে গুগল এডসেন্স একাউন্ট খুলব
কিভাবে গুগল এডসেন্স একাউন্ট খুলব? আপনারা মূলত এটা জানতেই তো এই আর্টিকেল পড়তে
এসেছেন। এই অ্যাকাউন্ট খোলার পদ্ধতি অনেক সহজ। তবে অনেকে জানে না গুগল এডসেন্স
একাউন্ট কি করে খুলতে হয়। চলুন আপনাদের ধাপে ধাপে শিখিয়ে দেই কি করে গুগল
এডসেন্স খুবই সহজে খোলা যায়,
১. গুগল এডসেন্স ওয়েবসাইটে প্রবেশ করুন।
২. তারপর সাইন ইন অপশন টি তে ক্লিক করুন।
৩. সাইন ইন অপশনে আপনাকে একটি গুগল একাউন্টের মাধ্যমে লগইন করতে হবে।
৪. আপনার যদি গুগল একাউন্ট না থাকে তবে নতুন করে একটি গুগল একাউন্ট তৈরি করুন।
৫. তারপর আপনার ওয়েবসাইটের অনেকগুলো তথ্য তারা চাইবে। আপনার ওয়েবসাইটের URL এবং
৬. অন্যান্য প্রয়োজনীয় তথ্য তারা চাইবে যা পূরণ করে সাবমিট করুন।
৭. এবার আপনার গুগল এডসেন্স একাউন্ট তৈরি হয়ে গেল। সাইন আপ করার পর গুগল আপনার
৮. ওয়েবসাইটটিকে পর্যালোচনা করবে এবং আপনার ওয়েবসাইটটি যদি এডসেন্স নীতিমালা মেনে চলে এবং আপনার কন্টেন্ট যদি মানসম্মত হয়ে থাকে, তাহলে গুগল আপনার একাউন্ট এপ্রুভ করে নিবে।
এখন বিজ্ঞাপন দেখানো জন্য আপনার ওয়েবসাইটি প্রস্তুত হয়ে যাবে।
গুগল এডসেন্স একাউন্ট খোলার শর্তাবলী
গুগল এডসেন্স একাউন্ট ইচ্ছামত খোলা সম্ভব নয়। একাউন্ট খোলার জন্য আপনাকে কিছু
নির্দিষ্ট শর্ত মেনে চলতে হবে। এডসেন্স এর নীতিমালা অনুযায়ী কাজ না করলে,
একাউন্ট অ্যাপ্রুভ না হওয়ার সম্ভাবনা বেড়ে যায়। চলুন তবে শর্তাবলীগুলো
আপনাদের জানিয়ে দেই,
১. আপনার ওয়েবসাইটে অবশ্যই ইউনিক এবং মানসম্মত কনটেন্ট রাখতে হবে।
২. কপিরাইটকৃত কনটেন্ট থাকলে এডসেন্স এপ্রুভ হবে না বললেই চলে।
বয়স ও আইনগত যোগ্যতাঃ
গুগল এডসেন্স খোলার জন্য আপনার বয়স অবশ্যই ১৮ বছরের উর্ধ্বে হতে হবে।
নীতিমালার সাথে সামঞ্জস্যতাঃ
আপনার ওয়েবসাইট যদি গুগল এডসেন্সে নীতিমালা অনুযায়ী চলে অর্থাৎ কপিরাইট ফ্রি, নিরাপদ ব্রাউজিং এবং অন্যান্য প্রয়োজনীয় দিকগুলো মেনে চলে তবে গুগল এডসেন্স অ্যাপ্রুভ হবে।
পর্যাপ্ত ভিজিটরঃ
গুগল এডসেন্স একাউন্ট খোলার জন্য আপনার পর্যাপ্ত ভিজিটরের প্রয়োজন নেই। তবে যত বেশি ভিজিটর আসবে আয় বৃদ্ধির সম্ভাবনা ততটা বৃদ্ধি পাবে। তবে হওয়ার জন্য নিয়মিত ভিজিটর ও সক্রিয় ভিজিটর অবশ্যই গুরুত্বপূর্ণ।
গুগল এডসেন্স কিভাবে কাজ করে
গুগল অ্যাডসেন্স এর মাধ্যমে খুবই সহজে কাজ করা যায়। এইজন্য সর্বপ্রথম আপনাকে
গুগল এডসেন্স ওয়েবসাইটে একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে এবং আপনার
ওয়েবসাইটের আপনার প্রয়োজনীয় তথ্যগুলো প্রদান করতে হবে। আপনি যখন আপনার
তথ্যগুলো গুগল এডসেন্স এ প্রদান করবেন তখন তারা আপনার ওয়েবসাইটকে রিভিউ করবে।
এবং আপনার কনটেন্ট ও নীতিমালা অনুযায়ী বিজ্ঞাপন প্রদর্শনের অনুমতি দিয়ে থাকে।
অনুমতি পাওয়ার পর গুগল অ্যালগরিদম আপনার ওয়েবসাইটে বিজ্ঞাপন প্রদর্শন করতে শুরু
করে এবং আপনার ওয়েবসাইটের ট্রাফিক ভিজিটরের ক্লিকের মাধ্যমে প্রত্যেক মাসের শেষে
পেমেন্ট আকারে অর্থ দিয়ে দেয়।
গুগল এডসেন্স এপ্রুভাল পাওয়ার টিপস
আপনি গুগল এডসেন্সে এপ্লাই করার সাথে সাথে যে অ্যাপ্রুভাল পাবেন এমন কিন্তু নয়।
তবে কিছু টিপস ফলো করলে হয়তো আপনার আপ্রুভাল পেতে বেশি সময় লাগবে না। চলুন
আপনাদের জানিয়ে দেই এডসেন্স অ্যাপ্রুভাল পাওয়ার টিপসগুলো,
ইউনিক এবং মানসম্মত কনটেন্টঃ
আপনার ওয়েবসাইটে কনটেন্টগুলো অন্য
ওয়েবসাইটের তুলনায় ইউনিক এবং মানসম্মত হতে হবে। এমন ভাবে কনটেন্ট তৈরি
করতে হবে যাতে দর্শকদের সেটি দৃশ্য আকর্ষিত করে এবং তাদের জন্য
তথ্যবহুল
হয়।
ওয়েবসাইটের নেভিগেশনঃ
ওয়েবসাইটের নেভিগেশন এমন ভাবে তৈরি করতে হবে
যাতে সেটি সহজ ও ব্যবহারবান্ধব হয়।
প্রাইভেসি পলিসিঃ
আপনার ওয়েবসাইটে অবশ্যই প্রাইভেসি পলিসি পেজ থাকতে
হবে।
কনটেন্ট আপডেট করাঃ
নিয়মিত আপনার কন্টেন্ট গুলোকে আপডেট করতে হবে
যাতে আপনার ওয়েবসাইটে কার্যকারিতা বৃদ্ধি পায়। এটি এডসেন্সের জন্য পজিটিভ
সিগন্যাল।
গুগল এডসেন্স অ্যাকাউন্ট পরিচালনা ও আয় বৃদ্ধির কৌশল
গুগল এডসেন্স একাউন্ট থেকে কি করে আয় হয় সেটা তো জানলেন। তবে এখন আপনাদের জানাই
কিভাবে ব্যবহার করলে এখান থেকে আপনার আয় বৃদ্ধি হতে পারে। চলুন জেনে নেই,
বিজ্ঞাপনের সেটিংস পরিবর্তনঃ অ্যাডসেন্সের বিজ্ঞাপনে সেটিংস ভাবে নির্বাচন করলে আপনার আয় বৃদ্ধি হতে পারে। এমন বিজ্ঞাপন পছন্দ করুন যেগুলো প্রতি দর্শকদের আগ্রহ বেশি থাকে।
বিভিন্ন আয়ের উৎস ব্যবহারঃ এডসেন্সের পাশাপাশি আপনারা অন্যান্য আয়ের উৎস কেমন অ্যাফিলিয়েটেড মার্কেটিং স্পন্সারড কন্টেন্ট ইত্যাদি জায়গায় কাজ করলে আরো বেশি আয় হওয়ার সম্ভাবনা রয়েছে।
গুগল এডসেন্স নিয়ে লেখকের শেষ কথা
গুগল এডসেন্স বর্তমান ডিজিটাল পৃথিবীতে ব্লগারদের আয়ের অন্যতম বড় উৎস। এর মাধ্যমে ব্লগাররা খুব সহজে আয় করতে পারে, যা প্যাসিভ ইনকাম হিসেবে আমরা চিনি। তবে এই এডসেন্স পাওয়ার জন্য আপনাকে অবশ্যই গুগল এ নীতিমালা অনুযায়ী কাজ করতে হবে। এর মধ্যে অন্যতম হলো সঠিকভাবে কনটেন্ট তৈরি করা, ইউজার ফ্রেন্ডলি ওয়েবসাইট তৈরি করা, কনটেন্ট আপডেট করা ইত্যাদি।
এডসেন্স একবার এপ্রুভ হয়ে গেলে আপনি খুব সহজ উপায়ে এবং কম কষ্টের টাকা ইনকাম করতে পারবেন। এডসেন্সের সুবিধা ও কার্যকারিতা নির্ভর করবে আপনার সাইটের কনটেন্ট ও তার ব্যবহারের উপর। সঠিক পথে থেকে মনোযোগের সাথে কাজ করলে নিশ্চয়ই আপনার সফলতা আসবে।
FAQs
প্রশ্নঃ গুগল এডসেন্স একাউন্ট এপ্রুভ হচ্ছে না কেন?
উত্তরঃ যদি আপনার কাউন্ট এপ্রুভ না হয় তবে গুগল এর নীতিমালা অনুসারে
ওয়েবসাইট পর্যালোচনা করুন এবং কন্টেন্ট এর মান আরো উন্নত করুন।
প্রশ্নঃ গুগল এডসেন্স একাউন্ট নিষিদ্ধ হল কেন?
উত্তরঃ গুগল এডসেন্স এর নীতি না মানলে একাউন্ট নিষিদ্ধ হতে পারে। সঠিকভাবে
নীতিমালা মেনে চললে এই সমস্যার সমাধান পাওয়া যাবে।
মাই আর্টিকেল কুইল এর নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url