৩০ দিনে ১ কেজি ওজন কমানোর সহজ ও দ্রুত উপায়!
৩০ দিনে ১ কেজি ওজন কমানোর সহজ উপায় জানতে চান? আজ এই আর্টিকেলে আমি আপনাদের সাথে ওজন কমানোর ১৫টি উপকারী টিপস শেয়ার করবো, যা আপনার অতিরিক্ত মেদকে ১৫ দিনে দ্রুত ও স্বাস্থ্যসম্মতভাবে কমাতে সাহায্য করবে।
পেজ সূচিপত্রঃ ৩০ দিনে ১ কেজি ওজন কমানোর সহজ ও দ্রুত উপায়!
- ওজন কমানোর ১৫টি সহজ উপায়
- ওজন কমাতে পানি পান কতটা কার্যকর
- ওজন কমাতে কি বেশি পরিমাণ প্রোটিন খেতে হবে
- সবুজ শাক-সবজি ও ফলমূল খেলে কি মেদ কমানো সম্ভব
- নিয়মিত ব্যায়াম করে কিভাবে ওজন কমানো যায়
- ঘুমের অভাবে কি ওজন বাড়ে
- ওজন কমাতে চাইলে কতটুকু চিনি খাবেন
- ৩০ দিনে ১ কেজি কমানোর ডায়েট চার্ট
- FAQs- প্রায়শই জিজ্ঞাসিত প্রশ্নাবলী
- ওজন কমানোর সহজ উপায় নিয়ে লেখকের শেষ কথা
ওজন কমানোর ১৫টি সহজ উপায়
ওজন কমানো উপায় না জানা থাকলে অনেকের কাছে এটি একটি কঠিন ও সময়সাপেক্ষ বিষয় মনে হয়ে থাকে। ওজন বেড়ে যাওয়াতে মানুষ অনেক সমস্যার সম্মুখীন হয় যেমন, হার্ট এর অসুখ, ডায়াবেটিস, কিডনি জটিলতা ইত্যাদি। আবার শরীরের অতিরিক্ত মেদ আপনার সৌন্দর্য্যকে নষ্ট করে দেয়।
যার ফলে আপনি নিজের প্রতি কনফিডেন্স হারায় ফেলেন। তবে কিছু সহজ অভ্যাস গড়ে তুললে আপনি অনেক দ্রুত ও স্বাস্থ্যসম্মতভাবে নিজের ওজন কমিয়ে ফেলতে পারেন। আজ আপনাদের ওজন কমানোর ১৫টি টিপস ও ১৫দিনের একটি ডায়েট প্ল্যান দিয়ে দিব যা আপনাদের ওজন নিয়ন্ত্রণে আনতে বাধ্য।
ওজন কমাতে পানি পান কতটা কার্যকর
ওজন কমাতে পানি পান? জি পানি এমন একটি পানীয় যা আপনার ওজন কমানোর জন্য শরীরের জন্য অপরিহার্য। পানি পান করার ফলে শরীর থেকে টক্সিন জাতীয় বিষাক্ত পদার্থ বের করে দেয়। এতে আপনার হজম ক্ষমতা বৃদ্ধি পায় এবং বিপাক ক্রিয়াকে ত্বরান্বিত। এর ফলে আপনার শরীরের অতিরিক্ত মেদ কমে যায়।
আবার পর্যাপ্ত পরিমাণ পানি পান করলে আপনার মনে হবে যে আপনার পেট ভরা। এতে আপনার ক্ষুদা কম লাগবে আর খাবারের চাহিদা কমে যাবে। অপরদিকে কম পরিমাণ পানি পান করলে আপনার শরীর ডিহাইড্রেশন দেখা দিবে, যাতে আপনার ক্ষুদা বেড়ে যাবে, যার ফলে আপনি প্রয়োজনের বেশি খাদ্য গ্রহণ করলে ওজনও বৃদ্ধি পাবে।
তাইলে এখন প্রশ্ন হলো কতটুকু পরিমাণ ও কিভাবে সঠিকভাবে পানি পান করবেন? প্রতিদিন অন্তত ৮ গ্লাস/ ২ লিটার পানি পান করতে হবে। ব্যায়াম ও অতি গরমে পানি বেশি পান করা উচিত। আর আপনি খাবার খাওয়ার পূর্বে পানি পান করলে আপনার ক্ষুদা কম থাকবে যার জন্য খাওয়াও কম হবে, যা আপনার ওজন কমাতে অনেক সাহায্য করবে।
ওজন কমাতে কি বেশি পরিমাণ প্রোটিন খেতে হবে
ওজন কমাতে প্রোটিন খেতে হবে কেন? প্রোটিন মূলত দীর্ঘসময় পর্যন্ত পেট ভরা রাখতে সাহায্য করে। এতে আপনার ক্ষুদাও কম লাগে। আবার প্রোটিন জাতীয় খাবার আপনার পেশীর বৃদ্ধি ত্বরান্বিত করে, এতে আপানার ফ্যাট বার্ন করতে সাহায্য করে। তাই অবশ্যই ওজন কমাতে প্রোটিন অনেক উপকারী খাদ্য উপাদান।
প্রোটিন জাতীয় খাবার তালিকা | প্রোটিনের পরিমাণ |
---|---|
বাদাম | প্রতি ১০০গ্রামে আছে প্রায় ১৫গ্রাম প্রোটিন। |
ডিম | - |
দুধ | ৮ আউন্স দুধের পরিবেশনায় ৮ গ্রাম প্রোটিন থাকে |
ডাল | - |
কুমড়োর বীজ | - |
কুইনোয়া | - |
মাছ ও মাংস | - |
সোয়াবিন | প্রতি ১০০গ্রামে প্রায় ৫২গ্রাম প্রোটিন বিদ্যমান থাকে। |
কয়লা বীণা | - |
চিংড়ি | প্রতি ১০০গ্রাম চিংড়িতে ২৪গ্রাম প্রোটিন |
আলু | একটি মাঝারি আলুতে ৪ গ্রাম প্রোটিন থাকে |
ফুলকপি | এক কাপ কাটা ফুলকপিতে ২ গ্রাম প্রোটিন থাকে। |
গরুর মাংস | - |
ওটস | প্রতি ১০০ গ্রামে প্রায় ১৭ গ্রাম প্রোটিন |
টুনা | - |
পেয়ারা | - |
ছোলা | - |
মসুর ডাল | - |
দই | প্রতি কাপ দই এ ১৮-২৫ গ্রাম পর্যন্ত প্রোটিন থাকে। |
মটরশুটি | প্রতি কাপ মটরশুটি তে রয়েছে ২৫ গ্রাম প্রোটিন। |
সবুজ মুগ ডাল | প্রতি ১০০গ্রাম সবুজ মুগ ডালে থাকছে ২৪গ্রাম প্রোটিন। |
স্বাদু পানির মাছ | প্রতি ১০০গ্রাম মাছে থাকে ২১-২৫গ্রাম প্রোটিন। |
শিমের বিচি | প্রতি ১০০গ্রামে রয়েছে প্রায় ২১গ্রাম প্রোটিন। |
মুরগির বুকের মাংস/ চিকেন ব্রেস্ট | প্রতি ১০০গ্রাম চিকেন ব্রেস্টে পাবেন প্রায় ৩১গ্রাম প্রোটিন। |
টার্কি মুরগির কিমা/ গ্রাউন্ড টার্কি | প্রতি ১০০গ্রাম টার্কি মুরগির কোষযুক্ত মাংসের কিমায় রয়েছে অন্তত ২৭গ্রাম প্রোটিন। |
সালমন | - |
মুরগির গিলা/ চিকেন গিজার্ড | প্রতি ১০০গ্রামে প্রায় ২০গ্রাম করে প্রোটিন পাওয়া যেতে পারে। |
সূর্যমুখী বীজ | প্রতি ১০০গ্রামে রয়েছে প্রায় ২১গ্রাম প্রোটিন। |
পিনাট বাটার | প্রতি ১০০গ্রামে তাই প্রায় ২৫গ্রাম প্রোটিন বিদ্যমান। |
গমের রুটি | এতে প্রায় ১৩ শতাংশ প্রোটিন। |
শুটকি মাছ | প্রতি ১০০গ্রাম শুটকি মাছে প্রায় ৬২গ্রাম পর্যন্ত প্রোটিন পাওয়া যায়। |
শণ বীজ | এতে প্রোটিনের পরিমাণ প্রায় ৭-১০ শতাংশ। |
বাদামী চাল/ ব্রাউন রাইস | - |
অ্যাভোকাডো | ফলটিতে প্রোটিনের পরিমাণ প্রতি ১০০গ্রামে ২-৫গ্রাম পর্যন্ত হয়ে থাকে। |
বার্লি/ যব | প্রতি ১০০গ্রামে প্রায় ১৩গ্রাম করে প্রোটিন আর মাত্র ০.৫গ্রাম স্যাচুরেটেড ফ্যাট থাকবে। |
চিজ/পনির | প্রতি ১০০গ্রাম পনিরে প্রায় ২৫গ্রাম প্রোটিন |
সবুজ শাক-সবজি ও ফলমূল খেলে কি মেদ কমানো সম্ভব
নিয়মিত ব্যায়াম করে কিভাবে ওজন কমানো যায়
স্বাস্থ্য ও চিকিৎসা সম্পর্কিত পোষ্টঃ
ঘুমের অভাবে কি ওজন বাড়ে
ওজন কমাতে চাইলে কতটুকু চিনি খাবেন
৩০ দিনে ১ কেজি কমানোর ডায়েট চার্ট
দিন | সকালের নাস্তা | মধ্যাহ্নভোজ | বিকালের স্ন্যাকস | রাতের খাবার |
---|---|---|---|---|
১ম দিন | ১টি সিদ্ধ ডিম, ১ কাপ গ্রিন টি | ১ বাটি ব্রাউন রাইস, গ্রিলড চিকেন, সালাদ | ১টি কমলা | গ্রিলড মাছ, ১ কাপ ডাল |
২য় দিন | ১ গ্লাস ওটস মিল্কশেক, ২টি বাদাম | ১টি রুটি, ডাল, সবজি | ৫টি আঙুর | ১ বাটি স্যুপ, ১টি সবজি সালাদ |
৩য় দিন | ১ কাপ দই, ১টি কলা | গ্রিলড মুরগি , সালাদ | ১টি আপেল | ১টি গ্রিলড চিকেন পিস, সালাদ |
৪র্থ দিন | ১ বাটি ওটস, ১ কাপ গ্রিন টি | ১ কাপ ব্রাউন রাইস, সবজি এবং মাছ | ১টি কলা | ১টি রুটি, ১ কাপ সবজি কারি |
৫ম দিন | ১টি সিদ্ধ ডিম, ১ কাপ গ্রিন টি | ১টি গ্রিলড ফিশ ফিলেট, সবজি | ৫-৬টি বাদাম | ১টি রুটি, ডাল, ১টি গ্রিলড চিকেন পিস, সালাদ |
৬ষ্ঠ দিন | ১টি কলা এবং ১ কাপ দই | ১ বাটি ডাল, সবজি এবং ১টি রুটি | ১ কাপ গ্রিন টি | গ্রিলড মুরগির পিস, সবজি |
৭ম দিন | ১ বাটি ওটস, ১টি আপেল | ১টি রুটি, সবজি, ১ কাপ ডাল | ১টি আপেল | সালাদ এবং চিকেন স্যুপ |
৮ম দিন | ১টি সিদ্ধ ডিম, ১টি কলা | ১টি রুটি, ১ কাপ ডাল, সবজি | ১ বাটি টক দই | ১টি রুটি, চিকেন কারি |
৯ম দিন | ১ গ্লাস ওটস মিল্কশেক | ১ কাপ ব্রাউন রাইস, সবজি | ৫টি আঙুর | ১টি চিকেন স্যান্ডউইচ, সালাদ |
১০ম দিন | ১টি কলা, ১ কাপ গ্রিন টি | গ্রিলড মুরগি এবং ১টি রুটি | ১টি আপেল | সবজি স্যুপ, গ্রিলড ফিশ |
১১তম দিন | ১টি সিদ্ধ ডিম, ১ কাপ গ্রিন টি | ১ কাপ ব্রাউন রাইস, সবজি, ডাল | ২টি খেজুর | ১টি রুটি, সবজি এবং চিকেন স্যুপ |
১২তম দিন | ২টি সিদ্ধ ডিম, ১ কাপ গ্রিন টি | ১টি রুটি, সবজি, ডাল | ১ কাপ গ্রিন টি | ১টি রুটি, ডাল, সবজি |
১৩তম দিন | ২টি কলার মিল্কশেক | ১টি রুটি, ১টি গ্রিলড ফিশ ফিলেট | ৫-৬টি বাদাম | গ্রিলড মুরগির পিস, সালাদ |
১৪তম দিন | ১টি সিদ্ধ ডিম, ১ কাপ গ্রিন টি | ১টি রুটি, ডাল, সবজি | ২টি খেজুর | সবজি এবং চিকেন স্যুপ |
১৫তম দিন | ১ বাটি ওটস, ১টি ছোট আপেল | ১টি রুটি, সবজি, ডাল | ১ বাটি টক দই | ১টি গ্রিলড চিকেন পিস, সালাদ |
মাই আর্টিকেল কুইল এর নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url