ভিডিও না বানিয়ে ইউটিউব থেকে ইনকাম করার ১০টি সেরা উপায়

ভিডিও না বানিয়ে ইউটিউব থেকে ইনকাম করা খুবই সহজ। তবে কিভাবে বা কি কৌশলে ইনকাম করা যায় সেটা আমরা অনেকেই ঠিকমত জানি না। ইউটিউব এর ইনকাম শুধু ভিডিও বানানো থেকে হয়না।
ভিডিও-না-বানিয়ে-ইউটিউব-থেকে-ইনকাম-করার-১০টি-সেরা-উপায়

আপনি চাইলে ভিডিও না বানিয়ে অনেক উপায়ে ইনকাম করতে পারেন। আজ সেই ১০টি সেরা উপায় আপনাদের সাথে শেয়ার করবো যার মাধ্যমে আপনি ভিডিও না বানিয়ে ইউটিউব থেকে ইনকাম করতে পারবেন।

পেজ সূচিপত্র: ভিডিও না বানিয়ে ইউটিউব থেকে ইনকাম করার ১০টি সেরা উপায়

এফিলিয়েট মার্কেটিং করে ইউটিউব হতে ইনকাম

ভিডিও না বানিয়ে ইউটিউব থেকে ইনকাম করা এর অন্যতম উপায় হয় এফিলিয়েট মার্কেটিং করা। আমার জানি এফিলিয়েট মার্কেটিং হলো কোনো প্রোডাক্ট বা সেবা প্রমোশন এর মাধ্যমে কোনো ব্যক্তির কাছে পৌঁছে দেওয়া। এখন কথা হল প্রমোশন কিভাবে করবেন! আপনি যে পণ্যের মাধ্যমে এ মার্কেটিং করতে চাচ্ছেন সেটি আপনি ইউটিউবের কোন ভিডিও এর কমেন্ট সেকশনে লিংক যুক্ত করুন। 

যতজন এই লিংকে ক্লিক দিবে আপনি তা থেকে কমিশন পাবেন। তবে খেয়াল রাখতে হবে মার্কেটে কোন পণ্যের চাহিদা সবচেয়ে বেশি। আপনি যদি কম চাহিদাপূর্ণ পণ্য নিয়ে কাজ করেন তবে আপনি এ প্লাটফর্মে বেশি উন্নয়ন করতে পারবেন না এটাই স্বাভাবিক। তাই কোন পণ্যের রিভিউ করতে চাইলে অবশ্যই তার পূর্বে সে কোম্পানি ও পণ্যটির সম্পর্কে যাচাই বাছাই করুন।

ইউটিউব চ্যানেল SEO করে ইনকাম

ভিডিও না বানিয়ে ইউটিউব থেকে ইনকাম করা এর আরেকটি মাধ্যম হলো ইউটিউব চ্যানেল SEO করা। এর জন্য আপনাকে একজন SEO এক্সপার্ট হতে হবে। SEO এর মাধ্যমে কোন ব্যক্তি তার ইউটিউব চ্যানেল এর ভিডিও বা ওয়েবসাইট এর কোন কনটেন্টকে র‍্যাংকে রাখতে পারে। তাই ইউটিউব চ্যানেলের মালিকদের ভিডিওগুলো কি সঠিক ভাবে র‍্যাংকে আনার জন্য আপনি SEO এর কাজ করতে পারেন।

র‍্যাংক করানোর জন্য প্রথমেই প্রয়োজন কিওয়ার্ড রিসার্চ করা। কোন বিষয় নিয়ে মানুষ কতটা সার্চ দেই সেটা যাচাই বাছাই করে কিওয়ার্ড বাছাই করতে হবে। তারপর এমন একটি টাইটেল ব্যবহার করতে হবে যা দেখে ভিজিটররা উৎসাহিত হবে সে ভিডিওটি দেখার জন্য। এই গুলো যদি ঠিক ভাবে ইমপ্লিমেন্ট করা হয় তবে ইউটিউবার এর ভিডিও উচ্চ র‍্যাংকে নিয়ে যেতে পারবে। আর এভাবে SEO করে আপনিও ইনকাম করতে পারবেন।

ইউটিউব চ্যানেল ম্যানেজমেন্ট করে ইনকাম

ইউটিউব এর কাজ শুধু ভিডিও বানানো নয়। আপনি চাইলে যারা ভিডিও বানায় অর্থাৎ ইউটিউবার তাদের চ্যানেল পরিচালনা করতে পারেন। কথাটা বুঝলেন না তাইতো? আসুন সহজ করে বুঝায়। একজন ইউটিউবার ভিডিও বানানোর পাশাপাশি তাকে তার চ্যানেল ম্যানেজ করা লাগে। যেমন কি কনটেন্ট নিয়ে ভিডিও করবে সেটা পরিকল্পনা করা, ভিডিও কখন আপলোড হবে, কতজন ভিজিটর তার ভিডিও দেখছে ইত্যাদি এনালিটিক্স করা। 

তবে অনেক সময় দেখা যায় যারা বড় বড় ইউটিউবার রয়েছে তারা ভিডিও বানানোর পাশাপাশি এত কাজ ম্যানেজ করতে পারে না। যার জন্য তারা তাদের চ্যানেল পরিচালনা করার জন্য ম্যানেজার হায়ার করে থাকে। আপনি যদি ইউটিউব এ ভিডিও বানাতে না চান তবে আপনি একজন ইউটিউবারের ম্যানেজার হিসেবে কাজ করতে পারেন। এটি ইউটিউব থেকে ইনকাম করার আরেকটি অন্যতম উৎস।

ব্র্যান্ড স্পন্সর করে ইউটিউব হতে ইনকাম

আপনি চাইলে আপনার ইউটিউব চ্যানেলে কোন ব্রান্ড স্পন্সর করেও সেখান থেকে টাকা ইনকাম করতে পারেন। ধরুন কোন একটি ব্র্যান্ড আপনাকে তাদের কোন একটি পণ্য দিল প্রমোশন করার জন্য। এটি আপনাকে ভিডিও করে আপনার ইউটিউব চ্যানেলে আপলোড করতে হবে। এই ভিডিও বলতে আপনার নিজের চেহারা সহ ভিডিও না করলেও চলবে। শুধু পণ্যটি দেখিয়ে সেটিকে নিয়ে একটি ইন ডিটেলস ভিডিও বানাতে হবে। 
ভিডিও-না-বানিয়ে-ইউটিউব-থেকে-ইনকাম-করার-১০টি-সেরা-উপায়

আপনাকে সে ব্যাংক থেকে জানিয়ে দেওয়া হবে যে পণ্যটি ব্যাপারে কি কি রিভিউ দিতে হবে। সে অনুযায়ী আপনি ভিডিও বানিয়ে আপনার ইউটিউব চ্যানেলে আপলোড করতে পারবেন। তবে এর জন্য আপনার ইউটিউব চ্যানেলে একটি ভালো পরিমাণের অডিয়েন্স থাকা প্রয়োজন। এই প্রমোশন করার জন্য সে ব্যান্ড হতে আপনাকে টাকা দেওয়া হবে।

ইউটিউব অডিও লাইব্রেরি ব্যবহার করে আয়

ইউটিউবের একটি ইনকাম করার অনেক উৎস রয়েছে যা অনেকের অজানা। আর সেটির মধ্যে একটি হল ইউটিউবে অডিও লাইব্রেরী ব্যবহার করে আয় করা। আপনি যদি একজন মিউজিক কম্পোজার হয়ে থাকেন তবে আপনি কোন অডিও তৈরি করে অডিও লাইব্রেরীতে আপলোড করে রাখতে পারেন। ইউটিউবে যারা ভিডিও বানায় তারা আপনার থেকে সে অডিও কিনে তাদের ভিডিওতে ব্যবহার করতে পারবে।

আর এ থেকে আপনি ফ্যাসিভ ওয়েতে ইনকাম করতে পারবেন। এটি ইউটিউব থেকে ইনকাম করার বেস ভালো একটি সুযোগ। এতে আপনার নিজের প্রতিভাকে কাজে লাগিয়ে ইনকাম করতে পারেন। আপনি যদি স্টুডেন্ট হন তবে এটি আপনার জন্য অনেক উপকারী। আবার চাকরীজীবীদের চাকরীর পাশাপাশি এই কাজ করতে পারবে।

চ্যানেল রিভিউ করে ইউটিউব হতে ইনকাম

অনেক সময় দেখা যায় কারোর ইউটিউব চ্যানেল ঠিকমতো কাজ করছে না। এবং ইউটিউবার ধরতে পারেনা যে কি কারণে তার ইউটিউব চ্যানেলের রিচ কমে যাচ্ছে বা আরো অন্য কোন সমস্যার সৃষ্টি হচ্ছে। আপনি তখন তাদের ইউটিউব চ্যানেল দেখে সেটিকে যাচাই-বাছাই করে সমস্যাটি বের করে তাদেরকে প্রোপার গাইডলাইন দিয়ে তাদের সমস্যাগুলো সমাধান করতে পারবেন।
ভিডিও-না-বানিয়ে-ইউটিউব-থেকে-ইনকাম-করার-১০টি-সেরা-উপায়

এর মাধ্যমে আপনি ভিডিও না বানিয়ে ইউটিউব থেকে ইনকাম করতে পারবেন। আপনি যদি ডিজিটাল মার্কেটিং কোর্স করে থাকেন তবে চ্যানেল রিভিউ করা তেমন কঠিন কোন বিষয় নয়। আপনি খুব সহজে বাসায় বসে এই কাজ করে টাকা ইনকাম করতে পারেন। এতে আপনার অনেক মানুষের সাথে পরিচিতি বাড়বে তেমন আপনার অভিজ্ঞতা বৃদ্ধি পাবে।

ভিডিও না বানিয়ে ইউটিউব থেকে ইনকাম করা নিয়ে লেখকের শেষ কথা

ভিডিও না বানিয়ে ইউটিউব থেকে ইনকাম করা অনেক সহজ। তবে আপনাকে আপনার দক্ষতা অনুযায়ী কাজ বের করে সে অনুযায়ী করতে হবে। আপনি যদি SEO এক্সপার্ট হন তবে আপনার কাজটি হল ইউটিউব চ্যানেলের SEO করে সেখান থেকে টাকা ইনকাম করা। আবার আপনি যদি মিউজিক কম্পোজার হন তাহলে অডিও লাইব্রেরী ব্যবহার করে টাকা ইনকাম করতে পারবেন। 

আমি আমাদের আর্টিকেলে অনেকগুলো উপায় বলে রেখেছি যার মাধ্যমে আপনি ভিডিও না বানিয়ে ইউটিউব থেকে ইনকাম করতে পারবেন। আপনার দক্ষতা থেকে কাজে লাগিয়ে আপনি সফলভাবে নিজেকে প্রতিষ্ঠিত করুন। আমাদের মধ্যে ভুল ধারণা রয়েছে যে ইউটিউব থেকে টাকা ইনকাম করা মানেই ভিডিও করা লাগবে। আশাকরি এই আর্টিকেলটি পড়ে আপনারা উপকৃত হয়েছেন।

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

মাই আর্টিকেল কুইল এর নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url